Parliament special session: নির্ধারিত দিনের আগেই শেষ হয়ে গেল সংসদের বিশেষ অধিবেশন
J P Nadda: মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর আজই শেষ হয়ে গেল রাজ্যসভা ও লোকসভার স্পেশাল অধিবেশন। অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা মুলতবি করে দেওয়া হল বলে সংসদ। অন্যদিকে, এর থেকে নতুন সংসদ ভবনের ভাল শুরু হতে পারে না বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা
নয়া দিল্লি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংসদে পাশ হল মহিলা সংরক্ষণ বিল। বুধবার লোকসভায় পাশ হওয়ার পর আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় সর্ব্বসম্মতিক্রমেই পাশ হয় এই বিল। আর এই বিল পাশ হওয়ার পর আজই শেষ হয়ে গেল রাজ্যসভা ও লোকসভার স্পেশাল অধিবেশন (Special session)। অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা মুলতবি করে দেওয়া হল বলে সংসদ। অন্যদিকে, নতুন সংসদ ভবনের কর্মকাণ্ডের শুরুতেই সর্ব্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর থেকে নতুন সংসদ ভবনের ভাল শুরু হতে পারে না বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জে.পি নাড্ডা (J P Nadda)।
মহিলা সংরক্ষণ বিলটি বুধবার লোকসভায় পেশ করা হয় এবং অধিকাংশ দলই এই বিলে সমর্থন জানায়। ফলে সহজেই বিলটি নিম্নকক্ষে পাশ হয়ে যায়। তারপর এদিন বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। এই বিল নিয়ে সকাল থেকে দীর্ঘ আলোচনার পর অবশেষে রাত ১০টা নাগাদ ভোটাভুটি শুরু হয়। ২১৫-০ ভোটে পাশ হয় বিলটি। এই বিলে সমর্থন জানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল ও সকল সাংসদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর এই বিল পাশ হয়ে যাওয়ার পরই সংসদের উচ্চ কক্ষ অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। অন্যদিকে, এদিন লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং আলোচনা শেষে নিম্নকক্ষও অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। অর্থাৎ এদিনই সংসদের বিশেষ অধিবেশন শেষ হয়ে গেল।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর, সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়। ৫ দিনের জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। প্রথম দিন পুরানো সংসদ ভবনে শেষবারের মতো অধিবেশন বসে। তারপর দ্বিতীয় দিন পুরানো সংসদ ভবনকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে নতুন সংসদ ভবনে প্রবেশ করা হয়। এরপর অধিবেশনের তৃতীয় দিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয় এবং চতুর্থ দিন রাজ্যসভায় এই বিল পাশ হল। এরপরই সংসদের দুই কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়। অর্থাৎ শুক্রবার পর্যন্ত বিশেষ অধিবেশন চলার কথা থাকলেও এদিন মহিলা বিল পাশ করিয়েই সংসদের মুলতবি করে দেওয়া হয়। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। মহিলা সংরক্ষণ বিল যেভাবে সকলের সম্মতিতে পাশ হয়েছে, এর থেকে আর ভাল শুরু আর নতুন সংসদ ভবনের হতে পারত না বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জে পি নাড্ডা।