Pralhad Joshi: ‘আগে নিজেদের মধ্যে আস্থা তৈরি করুক’, অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের কটাক্ষ প্রহ্লাদ যোশীর
বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে যোগ দিতে এসে অনাস্থা প্রস্তাব এবং সংসদে আচরণ নিয়ে বিরোধীদের তুলোধনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ২০২৩ সালের অনস্থা প্রস্তাব নিয়ে মোদীর ভবিষ্যবাণীর বিষয়টিও এ দিন উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নয়াদিল্লি: মণিপুর ইস্যু নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি সংসদের অন্দরে। সংসদের অন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলি। এই আবহেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ স্পিকার এখনও না জানালেও তা গৃহীত হয়েছে। বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে যোগ দিতে এসে অনাস্থা প্রস্তাব এবং সংসদে আচরণ নিয়ে বিরোধীদের তুলোধনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ২০২৩ সালের অনস্থা প্রস্তাব নিয়ে মোদীর ভবিষ্যবাণীর বিষয়টিও এ দিন উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রহ্লাদ যোশী বৃহস্পতিবার বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন বিরোধীরা ২০২৩ সালে ফের অনাস্থা প্রস্তাব আনতে পারে। তাঁরা তৈরি হচ্ছে। কিন্তু একটু বিচ্যুতিও রয়েছে। চিরাচরিত ভাবে কংগ্রেস দল এ নিয়ে অন্য দলগুলির সঙ্গে আলোচনা করেনি। বিরোধী দলগুলির একে অপরের প্রতি আগে আস্থা তৈরি করুক। তার পর তাঁরা প্রধানমন্ত্রী মোদীর উপর জনগণের বিশ্বাস নিয়ে কথা বলতে আসবে। জনগণ ২০১৪, ২০১৯ সালে নিজেদের বিশ্বাস মোদীর উপর দেখিয়েছে। ২০২৪ সালেও তা দেখিয়ে দেবেন। তাই অনাস্থা প্রস্তাব এনে, কালো কাপড় পরে কোনও উদ্দেশ্যই সাধিত হবে না।”
#WATCH | Parliamentary Affairs Minister Pralhad Joshi says, “PM Modi had said that they (Opposition) can bring No Confidence Motion in 2023 once again. They have come prepared. But there is a little divide there. Congress party, as per its usual attitude, did not consult the… pic.twitter.com/oF0h5xNWkX
— ANI (@ANI) July 27, 2023
বিরোধীরা অনাস্থা আনলেও তা নিয়ে তেমন বিচলিত নয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০২৪ সালে ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন। শুধু তাই নয় তৃতীয় বার ক্ষমতায় এসে ভারতকে বিশ্বের প্রথম তিন অর্থনৈতিক শক্তি বানানোর ঘোষণাও করেছেন।





