নয়া দিল্লি: মাত্র ২৪ ঘণ্টা কেটেছে। তার মধ্যেই নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত। নিজের এক্স হ্যান্ডেলে জানালেন, আসানসোল থেকে বিজেপি-র টিকিটে লড়তে পারবেন না তিনি। কথা হচ্ছে ভোজপুরী সুপারস্টার তথা জনপ্রিয় গায়ক পবন সিং-এর। শনিবার বিজেপি তাঁকে আসানসোল থেকে লোকসভা ভোটের জন্য দাঁড় করালেও সরে এসেছেন তিনি। তবে সূত্র বলছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতেই রাতারাতি কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হয়নি বিজেপি নেতৃত্ব। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “উনি শিল্পী মানুষ। কিছু ব্যক্তিগত কারণ রয়েছে। সেই কারণেই তিনি দাঁড়াতে পারছেন না। এই বিষয়টিই উচ্চ-নেতৃত্বকে জানিয়েছেন। উনি হয়ত অন্য জায়গা থেকে দাঁড়াবেন।”
भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व को दिल से आभार प्रकट करता हु।
पार्टी ने मुझ पर विश्वास करके आसनसोल का उम्मीदवार घोषित किया लेकिन किसी कारण वश में आसनसोल से चुनाव नहीं लड़ पाऊंगा…@JPNadda— Pawan Singh (@PawanSingh909) March 3, 2024
নাম ঘোষণার ২৪ ঘণ্টা পেরনোর আগেই কেন সরে দাঁড়ালেন পবন?
সূত্রের খবর, এর পিছনে মূলত দু’টি কারণ উঠে আসছে। প্রথমত, পবনের বিরুদ্ধে উঠে এসেছে বিভিন্ন সময়ে নারী নির্যাতনের অভিযোগ। ঘরে হোক বা বাইরে। নারী বিতর্ক পিছু ছাড়েনি এই তারকার। অভিযোগ, সোশ্যাল হ্যান্ডেলে তিনি যে সকল মিউজিক ভিডিয়ো পোস্ট করেন সেগুলি অত্যন্ত আপত্তিকর। যা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে চর্চায় উঠে পবনের ব্যক্তিগত জীবনও। তাঁর প্রথম স্ত্রী আত্মহত্যা করেন। তাঁর সঙ্গে ভোজপুরী তারকার সম্পর্ক দিনে দিনে তলানিতে ঠেকেছিল। এমনকী, দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং এই তারকার বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, ভোটের আগে কোনও রকম ঝুঁকি রাখতে চাইছে না বিজেপি। একদিকে যখন নারী নির্যাতনের অভিযোগ তুলে সন্দেশখালির ঘটনায় বিজেপি পথে নেমেছে। সেই সময় খোদ পবনের সঙ্গে নারী-বিতর্ক জড়িয়ে থাকায় বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপ করেছে বলে সূত্রের খবর।
দ্বিতীয়ত, পবনের নাম ঘোষণা হওয়ার পর আসানসোল বিজেপি-র মধ্য়ে বিভাজন তৈরি হয়েছিল বলে গুঞ্জন। একসময় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিল আসানসোলের গেরুয়া শিবির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, নিজেদের জমি পুনরুদ্ধার করতে ও হিন্দিভাষী ভোট পকেটে পুরতে বিহার থেকে পবনকে দাঁড় করিয়েছিল পদ্ম-শিবির। তবে সূত্রের খবর,আসানসোলের বিজেপি-র আপত্তি ও বহিরাগত তত্ত্বের জন্যই পবনকে সরিয়ে দিল গেরুয়া শিবির। পবন সিং অবশ্য জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণে আসানসোলে লড়তে পারছেন না।