Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI-এর ধাক্কা, বছর শেষে একলপ্তে ১০০০ কর্মী ছাঁটাই করল পেটিএম

Paytm: চলতি বছরের অক্টোবর থেকেই পেটিএম-এর বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। আর এর প্রধান কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। পেটিএম-এর মুখপাত্র জানান, AI-এর সাহায্যে কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে। এআই-এর কাজে সংস্থা মুগ্ধ বলে জানিয়েছেন তিনি।

AI-এর ধাক্কা, বছর শেষে একলপ্তে ১০০০ কর্মী ছাঁটাই করল পেটিএম
পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 3:50 PM

নয়া দিল্লি: দক্ষ কর্মীদের জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)। বর্ষশেষের আগেই চাকরি গেল প্রায় ১০০০ জনের। দেশের বিভিন্ন স্থানে পেটিএম (Paytm)-এ কর্মরত ১০০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পেটিএম-এর মুখপাত্র। তবে এখানেই শেষ নয়, নতুন বছরেও কর্মী ছাঁটাই অব্যাহত থাকতে পারে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর থেকেই পেটিএম-এর বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। আর এর প্রধান কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)। পেটিএম-এর মুখপাত্র জানান, AI-এর সাহায্যে কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে। সংস্থাকে আরও দক্ষ ও কর্মক্ষম করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংস্থার খরচও কমবে। তাই সামান্য কর্মীসংখ্যা হ্রাস করা হয়েছে। এআই-এর মাধ্যমে কোম্পানির কর্মীদের জন্য খরচ ১০-১৫ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেছেন পেটিএম মুখপাত্র। এআই-এর কাজে সংস্থা মুগ্ধ বলে জানিয়েছেন পেটিএম-এর মুখপাত্র। তবে বর্তমানে কর্মী ছাঁটাই হলেও শীঘ্রই এই সংস্থা ১৫ হাজার কর্মী নিয়োগ করবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কর্মক্ষেত্রে এলে যে কর্মী ছাঁটাই শুরু হবে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল। কেননা কর্মীদের কাজ করে নেওয়ার ক্ষমতা রাখে এআই। ফলে কর্মীদের খরচ বাঁচাতে এককালীন বিনিয়োগ করে এআই-এর উপরই ভরসা করতে উদ্যত হয়েছে অধিকাংশ সংস্থা। পেটিএম-এর পাশাপাশি গুগলেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে এবং সেখানেও নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। স্বভাবিকভাবেই এবার কর্মী ছাঁটাই শুরু হল বিভিন্ন সংস্থায়।