Israel-Palestine Issue: ‘অযৌক্তিক বিবৃতি’, ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে শরদের বক্তব্য নিয়ে আক্রমণ পীযূষের
৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস বাহিনী। রকেট হামলার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ঢুকে নাশকতা চালাতেও দেখা গিয়েছে হামাস সদস্যদের। সেই ঘটনার পর আমেরিকা-সহ পশ্চিমা দুনিয়ার অধিকাংশ দেশ ইজরায়েলের পাশে দাঁড়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইজরায়েলে জঙ্গি হামলার বিরোধিতা করে ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন।
নয়াদিল্লি: ইজরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সেই প্রেক্ষিতে পওয়ারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। বুধবার বিকালে তিনি একটি টুইটে কটাক্ষ করেছেন এনসিপি প্রধানকে। ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব নিয়ে পওয়ারের করা মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলেছেন। সেই সঙ্গে পওয়ারকে মনোভাব বদল করার পরামর্শও দিয়েছেন মোদীর মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ মন্ত্রী।
বুধবার করা নিজের এক্স হ্যান্ডেলে পীযূষ গয়াল লিখেছেন, “শরদ পওয়ারজির মতো সিনিয়র নেতা যখন ইজরায়েলে জঙ্গি হামলার প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে অযৌক্তিক বিবৃতি দেন, তা সত্যিই বিরক্তিকর। বিশ্বের যে প্রান্তেই জঙ্গি হামলার ঘটনা ঘটুক, তার সমালোচনা করতে হবে। এক জন ব্যক্তি যিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং বেশ কয়েক বারের মুখ্যমন্ত্রী ছিলেন, জঙ্গিবাদের বিষয়ে তাঁর এই মনোভাব দুঃখের বিষয়।” এর পর ইউপিএ সরকারের বিরুদ্ধেও নিজের পোস্টে সুর চড়িয়েছেন পীযূষ। তিনি লিখেছেন, “পওয়ারজি সেই সরকারের অংশ ছিলেন, যাঁরা বাটলা হাউস এনকাউন্টার নিয়ে চোখের জল ফেলেছিল। এবং ভারতের মাটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তখন ঘুমিয়ে ছিল। পচনশীল মানসিকতা বন্ধ হওয়া দরকার। আশা করি পওয়ারজি জাতির কথা আগে ভাববেন।”
It is very disturbing when a senior leader like @PawarSpeaks ji makes preposterous statements on India’s stand on a terror attack in Israel. The menace of terrorism has to be condemned in all forms, in any part of the world. It is a pity that a person who has been India’s Defence…
— Piyush Goyal (@PiyushGoyal) October 18, 2023
প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস বাহিনী। রকেট হামলার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ঢুকে নাশকতা চালাতেও দেখা গিয়েছে হামাস সদস্যদের। সেই ঘটনার পর আমেরিকা-সহ পশ্চিমা দুনিয়ার অধিকাংশ দেশ ইজরায়েলের পাশে দাঁড়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইজরায়েলে জঙ্গি হামলার বিরোধিতা করে ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন। যদিও বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে জোর দেওয়া হয়। এই বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন পওয়ার।