PM Modi: যক্ষ্মা নির্মূল করতে বড় উদ্যোগ মোদী সরকারের

PM Narendra Modi: সোমবার যক্ষ্মা বিরোধী বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এবং প্রধানমন্ত্রীর দফতরের পদস্থ কর্তারা।

PM Modi: যক্ষ্মা নির্মূল করতে বড় উদ্যোগ মোদী সরকারের
বৈঠকে নরেন্দ্র মোদীImage Credit source: Twitter

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2025 | 10:49 PM

নয়া দিল্লি: দেশজুড়ে যক্ষ্মা নির্মূল করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। যা নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মূলত যক্ষ্মা বিরোধী যে অভিযান গত বছর ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, তা চলতি বছরের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রার কতটা কাছাকাছি পৌঁছাতে পারল তার পর্যালোচনাতেই এই বৈঠক।

সোমবার যক্ষ্মা বিরোধী বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এবং প্রধানমন্ত্রীর দফতরের পদস্থ কর্তারা। সংশ্লিষ্ট বৈঠকটির শেষ করে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে তিনি লেলেন, ভারত থেকে যক্ষ্মা নির্মূল করতে যে পদক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। জন সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অভিযানের সূচনা হয়। এরপর থেকে এখনও পর্যন্ত এই অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কেন্দ্রীয় সরকার যক্ষ্মা মুক্ত ভারত গড়তে বদ্ধপরিকর।

আন্তর্জাতিক স্তরে প্রতিটি দেশ যক্ষ্মা মুক্ত পৃথিবী গড়তে লক্ষ্যমাত্রা রেখেছে ২০৩০। যদিও ভারত সরকার তার চেয়ে পাঁচ বছর কম লক্ষ্য মাত্রা নিয়েই এগোচ্ছে। অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।

অন্যতম কঠিন রোগ হল যক্ষ্মা। সরকারি তথ্য অনুযায়ী, এই রোগের প্রভাবে গত বছর ভারতেও প্রায় ২৬ লক্ষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে নথিবদ্ধ হয়েছে। ‘ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম (এনটিইপি)’ বা জাতীয় যক্ষ্মা নির্মূল অভিযান এই  ব্যাধি প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। উন্নত চিকিৎসা ব্যবস্থা, উদ্ভাবনী নীতি, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই সাফল্য আসছে।

একটি পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী যক্ষ্মার মত রোগের পিছনে অপুষ্টি অন্যতম কারণ। যদিও ভারতে এই হার এক তৃতীয়াংশ। এছাড়াও উল্লেখ্য, ভারত সরকার ‘নি-ক্ষয় পোষণ যোজনা’-র আওতায় যক্ষ্মা রোগীদের পুষ্টিগত সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।