নয়া দিল্লি: লাগাতার দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়াচ্ছে। ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে দেশের করোনা (COVID) পরিস্থিতি। আর দেশে করোনা আক্রান্তের সিংহভাগেরই ঠিকানা স্রেফ কয়েকটা রাজ্য। অর্থাৎ মূলত ৫-৬টি রাজ্যই দেশের করোনা গ্রাফকে ঊর্ধ্বমুখী করছে। তাই করোনা পরিস্থিতির খবর নিতে ৩ মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র, মধ্য প্রদেশ ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন নমো। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
গত বছর থেকেই অতিমারিতে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে উদ্ধব ঠাকরের মহারাষ্ট্র। স্রেফ গত ২৪ ঘণ্টাতেই সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২ জন। স্রেফ একদিনেই করোনা কেড়ে নিয়েছে ৮৯৮ জনের প্রাণ। তাই করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রের খোঁজ নিতে উদ্ধব ঠাকরেকে ফোন করেছেন নরেন্দ্র মোদী। এমনটাই জানা গিয়েছে। আগেই রাজ্যের জন্য করোনা টিকাকরণের পৃথক অ্যাপ তৈরির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ঠাকরে। তারপরেই নমোর ফোন গেল তাঁর কাছে।
এছাড়া প্রধানমন্ত্রী ফোন করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে। নমোর সঙ্গ কথা হওয়ার পর টুইটে জয়রাম জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে অক্সিজেন, হাসপাতালের শয্যা ও টিকাকরণ সম্পর্কে তথ্য দিয়েছেন। উল্লেখ্য, মধ্য প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭০৮ জন। প্রাণ হারিয়েছেন ৮৪ জন। অন্যদিকে হিমাচলে স্রেফ একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন।
দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ক্রমাগত রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনামূলক বৈঠক করেছেন নমো। গত ৩ দিনের ১০ মুখ্যমন্ত্রী ও ২ জন লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা হয়েছে নমোর। তবে এতকিছুর পরেও রোখা যাচ্ছে না সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। তবে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬-এ।
আরও পড়ুন: ৩ মাসে ‘অল ভ্যাকসিনেটেড রাজধানী’ বানানোর অঙ্ক কষছেন কেজরীবাল