৩ মাসে ‘অল ভ্যাকসিনেটেড রাজধানী’ বানানোর অঙ্ক কষছেন কেজরীবাল

কেজরীবাল জানান, এ পর্যন্ত দিল্লি মোট ৪০ লক্ষ করোনা টিকা পেয়েছে। অর্থাৎ আগামী ৩ মাসে আরও ২ কোটি ৬০ লক্ষ করোনা টিকা প্রয়োজন।

৩ মাসে 'অল ভ্যাকসিনেটেড রাজধানী' বানানোর অঙ্ক কষছেন কেজরীবাল
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 08, 2021 | 1:05 PM

নয়া দিল্লি: দেশ করোনা (COVID) থাবায় বিধ্বস্ত। বেলাগাম সংক্রমণে জেরবার রাজধানী। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৩২ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। বারবার চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন করোনা রোখার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত টিকা। তাই ৩ মাসের মধ্যে দিল্লিতে করোনা টিকা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

তাই সমগ্র রাজধানীকে টিকা দেওয়ার অঙ্ক কষছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীবাল জানান, প্রতি মাসে ৮৫ লক্ষ করে টিকা পেলে ৩ মাসেই প্রত্যেক দিল্লিবাসীকে টিকা দিয়ে দিতে পারবে তাঁর সরকার। এ দিন কেজরীবাল বলেন, “পার্শ্ববর্তী শহর যেমন ফরিদাবাদ, গাজিয়াবাদ, সোনিপাট থেকে মানুষ করোনা টিকা নিতে এখানে আসছেন। কারণ তাঁদের এখানকার ব্যবস্থা ভাল লাগছে। আমরা যদি সঠিক পরিমাণে করোনা টিকা পাই, তাহলে সারা রাজধানীকে ভ্যাকসিন দিতে স্রেফ ৩ মাস সময় লাগবে।”

কেজরীবাল জানান, এ পর্যন্ত দিল্লি মোট ৪০ লক্ষ করোনা টিকা পেয়েছে। অর্থাৎ আগামী ৩ মাসে আরও ২ কোটি ৬০ লক্ষ করোনা টিকা প্রয়োজন। তাই কেন্দ্রকে দ্রুত টিকা দেওয়ার জন্য অনুরোধ করেন কেজরীবাল। এখন ১০০টি স্কুলে ১৮-৪৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ হচ্ছে। কেজরীবাল জানিয়েছেন খুব সম্প্রতিই ৩০০ স্কুলে এই পরিষেবা চালু হবে। উল্লেখ্য, রাজ্যগুলিকে সরাসরি নির্মাতার কাছ থেকে টিকা কেনায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। যদিও কেন্দ্রের সঙ্গে রাজ্যের টিকা দামে ফারাক হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: গ্রামে গ্রামে হানা করোনার? বস্তারে পজিটিভ ৪০ জন