Central government: দিল্লি দিল! বাংলা পেল ১৩০১৭ কোটি টাকা
Central government: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিগত কয়েক বছরে বারেবারে সরব হয়েছে বাংলার সরকার। আবাস থেকে একশোদিনের কাজ, কোনও খাতেই প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। বিগত কয়েক বছরে লাগাতার সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নয়া দিল্লি: রাজ্যগুলিকে কর বাবদ ১,৭৩,০৩০ কোটি টাকা বণ্টন করল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ পেল ১৩০১৭.০৬ কোটি টাকা। তা নিয়েই এখন জোর চর্চা প্রশাসনিক মহলে। ডিসেম্বর ২০২৪-এ ৮৯,০৮৬ কোটি টাকা বণ্টন করা হয়েছিল। যার তুলনায় এবারের পরিমাণ অনেক বেশি বলে দাবি করা হয়েছে।
এই বাড়তি অর্থ রাজ্যগুলিকে উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবং জনকল্যাণ প্রকল্পগুলির খরচ মেটাতে সাহায্য করবে। কেন্দ্রের মতে, রাজ্যগুলির আর্থিক শক্তি বাড়াতে এবং সামগ্রিক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিগত কয়েক বছরে বারেবারে সরব হয়েছে বাংলার সরকার। আবাস থেকে একশোদিনের কাজ, কোনও খাতেই প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। বিগত কয়েক বছরে লাগাতার সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপি আবার বারেবারেই তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। যদিও চাপানউতোরের মধ্যেই কর বাবদ বড় অংশের টাকা আসায় টানাটানির সংসারে রাজ্যগুলি অনেকটাই স্বস্তি পাবে বলে মত ওয়াকিবহাল মহলের।