PM Modi on Operation Sindoor: ‘জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না’, গর্জন মোদীর

PM Modi on Operation Sindoor: এদিন প্রধানমন্ত্রী পাকিস্তানের দিকে গর্জন তুলে বলেন, 'যেমন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। ঠিকই তেমনই জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।' ইঙ্গিতেই পড়শি দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক একেবারে লাটে তুলে দিলেন তিনি।

PM Modi on Operation Sindoor: জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না, গর্জন মোদীর
নরেন্দ্র মোদীImage Credit source: নিজস্ব চিত্র

|

May 12, 2025 | 8:51 PM

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঠিক ৮টায় তিনি এলেন। প্রায় ২২ মিনিট দেশবাসীর নিজের বক্তব্যগুলি স্পষ্ট করলেন। পাশাপাশি, পাকিস্তানের যে আর কোনও বাড়াবাড়ি ভারত সহ্য করবে না তাও বুঝিয়ে দিয়ে গেলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী পাকিস্তানের দিকে গর্জন তুলে বলেন, ‘যেমন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। ঠিকই তেমনই জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’ ইঙ্গিতেই পড়শি দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক একেবারে লাটে তুলে দিলেন তিনি। আর এটাই যে তাদের জন্য মোক্ষম সাজা তাও বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, সংঘর্ষ বিরতি লাগু হওয়ার পর থেকে পাকিস্তান মনে মনে আশা করছিল এবার সিন্ধু জলবন্টন চুক্তিতে চাপানো স্থগিত তুলে দেবে ভারত। কিন্তু এদিনের ভাষণপর্বেই সেই মোহ ভঙ্গ করলেন মোদী। বুঝিয়ে দিলেন, জল ও রক্ত একসঙ্গে কখনও বইতে পারে না।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গি হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর শুধু নাম নয়। এটা প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে। তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছে ভারত। শেষ করেছে তাদের জঙ্গি ঘাঁটি। জঙ্গি তৈরির কারখানাকেও।’