‘কাশ্মীরে নির্বাচনের প্রস্তুতি চলছে’, লালকেল্লা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 15, 2021 | 11:56 AM

গত জুন মাসেই কাশ্মীর নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে মোদী জানিয়েছিলেন, ঠিক সময়ে রাজ্যের তকমা দেওয়া হবে।

কাশ্মীরে নির্বাচনের প্রস্তুতি চলছে, লালকেল্লা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর
লালকেল্লায় মোদী (ছবি- পিটিআই)

Follow Us

নয়া দিল্লি: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে দু’বছরেরও বেশি সময় পার হয়েছে। এবার কাশ্মীরে নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন নরেন্দ্র মোদী দাবি করেছেন, কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলই শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে।

মোদীর এ দিনের ঘোষণা অনুযায়ী, কাশ্মীরে ডিলিমিটেশন কমিশন গঠিত হয়েছে। সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান এই কাজ শেষ হলেই দ্রুত নির্বাচন হবে। লাদাখও উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ দিন লাদাখ প্রসঙ্গে মোদী বলেন, ‘লাদাখে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ তৈরি হচ্ছে।’ সিন্ধু সেন্ট্রাল ইউনিভার্সিটি লাদাখকে উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করবে বলেও উল্লেখ করেন তিনি।

গত জুন মাসে কাশ্মীরের নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করেন মোদী। ছিলে অমিত শাহও। ২০১৯-এর ঐতিহাসিক সিদ্ধান্তের পর প্রথমবার ফারুক আব্দুল্লা, মেহবুবা মুফতিদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। দিল্লিতে বেশ কয়েক ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যে সব নেতাদের দীর্ঘ দিন বন্দি করে রাখা হয়েছিল, তাঁরাও সব সমস্যার কথা খুলে বলেন প্রধানমন্ত্রীকে। কাশ্মীরকে রাজ্যের তকমা ফেরানো নিয়েও আলোচনা হয় সেই বৈঠকে। প্রধানমনন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, ‘ঠিক সময়ে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’

এ দিন লালকেল্লা থেকে আরও কয়েকটি বড় ঘোষণা করেছেন মোদী। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল হাইড্রোজেন মিশন’ প্রকল্পের ঘোষণা করেন। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। তিনি জানান, ভারত যাতে প্রচুর পরিমান গ্রিন হাইড্রোন উৎপন্ন করে রফতানি করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হবে। ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে ‘অমৃত মহোৎসব’ শুরু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লালকেল্লা থেকে তিনি জানান, এই বিশেষ বছরের ৭৫ সপ্তাহে চলবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস, যা দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। ১০০ কোটির নতুন প্রকল্প গতিশক্তির ঘোষণাও করেন তিনি। তিনি জানান, অদূর ভবিষ্যতে গতিশক্তি প্রকল্প আনা হবে। তিনি জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নয়নের ১০০ লক্ষ কোটির প্রকল্প হল এই গতিশক্তি। তাঁর দাবি, সরকারের এই মাস্টারপ্ল্যানে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে সঙ্গে হবে যুব সমাজের কর্মসংস্থানও, ১০০ লক্ষ কোটির ‘গতিশক্তি মাস্টার প্ল্যানে’র ঘোষণা নমোর

Next Article