PM Modi: সংঘর্ষ বিরতি ঘোষণার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

India Pakistan Tensions: জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আরও বেশ কয়েক জন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

PM Modi: সংঘর্ষ বিরতি ঘোষণার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীImage Credit source: PTI

|

May 10, 2025 | 8:39 PM

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে এর আগেও দফায় দফায় উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার যখন সংঘর্ষ বিরতির পথে হাঁটল ভারত-পাকিস্তান। সেই আবহে নিজের বাসভবনে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আরও বেশ কয়েক জন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সূত্রের খবর, কতটা এগিয়েছিল অপারেশন সিঁদুর, কোন পথে দুই দেশের সংঘর্ষ বিরতি, কীভাবে পাকিস্তানকে নাজেহাল করেছে ভারতীয় সেনা, প্রতিটা বিষয়েই প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে এই বৈঠকের মাধ্যমে। গতকাল অর্থাৎ শুক্রবারও একই ভাবে প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকেই দফায় দফায় উচ্চ পর্যায়ের মন্ত্রী-আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকগুলি থেকেই তৈরি হয়েছিল অপারেশন সিঁদুরের রণকৌশল। মোক্ষম জবাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক সেনা ঘাঁটি। পাল্টা ভারতের উপর হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তানও। তবে সেই উত্তেজনা পরিস্থিতি এখন অনেকটাই থিতু হয়েছে। শনিবার বিকাল থেকে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত-পাকিস্তান। এই আবহে প্রথমবার বৈঠক প্রধানমন্ত্রীর।