AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on North East: ‘এটা শুধু দিক নয়, ক্ষমতারও প্রতীক…’, উত্তর-পূর্ব নিয়ে বড় বার্তা মোদীর

PM Modi on North East: এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগ দিয়েছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানিও। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসা করে তিনি বলেন, 'অপারেশন সিঁদুরের অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই।'

PM Modi on North East: 'এটা শুধু দিক নয়, ক্ষমতারও প্রতীক...', উত্তর-পূর্ব নিয়ে বড় বার্তা মোদীর
প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: May 23, 2025 | 2:17 PM
Share

নয়াদিল্লি: বৈচিত্র্যে ভরা উত্তর-পূর্ব। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ-ইস্ট ইনভেস্টরস সামিটে দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উত্তর-পূর্বে বিনিয়োগ টানার এই সমাবেশে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ধনকুবের, শিল্পপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। উপস্থিত ছিলেন মুকেশ অম্বানিও।

এদিন সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে উত্তর-পূর্ব শুধুমাত্র কোনও দিক নয়। এটা ক্ষমতা, শক্তিরও প্রতীক। বাণিজ্য থেকে ঐতিহ্য, বস্ত্র থেকে পর্যটন, উত্তর-পূর্বের বৈচিত্র্যই তার শক্তির উৎস।’ তাঁর সংযোজন, ‘উত্তর-পূর্ব মানে বায়ো-ইকোনমি, চা-শিল্প, পেট্রোলিয়াম, খেলাধূলা ও পর্যটনের কেন্দ্রবিন্দু।’

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগ দিয়েছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানিও। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসা করে তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরের অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। এই সাফল্য আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতার প্রতীক।’

সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি উত্তর-পূর্বে বিনিয়োগেরও প্রতিশ্রুতি দেন শিল্পপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর-পূর্বে কৃষি, টেলিকম, ডিজিটাল পরিষেবা ও স্থানীয় ব্যবসায়ীক উন্নয়নের জন্য ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা। একই ভাবে উত্তর-পূর্বে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধর গৌতম আদানিও। তিনি জানিয়েছেন, আগামী দশ বছরে ভারতের ওই অঞ্চলে গ্রিন এনার্জি, রাস্তা ও ডিজিটাল পরিকাঠামোর জন্য ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা।