PM Modi: ‘সব ক্যামেরার সামনেই হয়েছে, যাতে ঘরের কেউ প্রমাণ না চায়…’, ইঙ্গিতে বিরোধীদের আক্রমণ মোদীর
PM Modi in Gujarat: মোদীর সংযোজন, 'বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যতক্ষণ না পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হামলা চালাতে। কিন্তু ওনার কথা কেউ শোনেনি। শুনলে ৭৫ বছর আগেই ওদের বাড়াবাড়ি খতম হয়ে যেত।'

গুজরাটের জনসভা থেকে ইঙ্গিতে কংগ্রেসকেও বিপাকে ফেলতে ছাড়েননি তিনি। স্বাধীনতার পর প্রথম কাশ্মীরে হওয়া সন্ত্রাস হামলার কথা মনে করিয়ে তিনি বলেন, ‘যে রাতে প্রথম কাশ্মীরে সন্ত্রাসে হামলা চলল। উপত্যকার একটা অংশ আমাদের থেকে কেড়ে নিল। যদি ওই দিনেই ওদেরকে মেরে ফেলা যেত, তাহলে আজ এই দিনগুলো দেখতে হত না।’
মোদীর সংযোজন, ‘বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যতক্ষণ না পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হামলা চালাতে। কিন্তু ওনার কথা কেউ শোনেনি। শুনলে ৭৫ বছর আগেই ওদের বাড়াবাড়ি খতম হয়ে যেত।’
পহেলগাঁও সন্ত্রাস হামলার বিষাদ এখনও কাটেনি দেশে। কাটেনি প্রধানমন্ত্রীর মনেও, এদিনের জনসভায় সেই কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, ভারত এতদিন ধরে সন্ত্রাস হামলাকে সহ্য করে চলেছে বলেই মত মোদীর। তাঁর কথায়, ‘ওরা যখনই হামলা চালিয়েছে, তখনই আমরা তা সহ্য করেছি। কিন্তু আর নয়। এবার গুলির জবাব গোলায়। আমরা অশান্তি চাই না। ওরা নিজেরাও শান্তিতে থাকুক। আমাদের থাকতে দিক। কিন্তু আমাদের উত্যক্ত করলে, এটাও মাথায় রাখতে হবে ভারত বীরেদের দেশ।’
সিঁদুরের প্রশংসায় উচ্ছস্বিত মোদী। কোথায়, কত জঙ্গি খতম করেছে সেনা, সবটাই উঠে এসেছে নয়াদিল্লির প্রকাশ করা ভিডিয়োর মাধ্যমে। মঙ্গলবার মোদীর মুখে শোনা যায় সেই প্রত্যাঘাতের কথাই। তিনি বলেন, ‘২২ মিনিটে ওদের শেষ করে দিয়েছি। আর এবার তো সবটাই ক্যামেরার সামনে হয়েছে। যাতে ঘরের কেউই প্রমাণ না চায়।’

