PM Modi in Bengal: ওয়াকফের চাপানউতোরের মাঝে বাংলায় ঝটিকা সফরে আসতে পারেন মোদী

PM Modi in Bengal: মোদীর আগমনে দিনেই হতে পারে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান। সেই সূত্র ধরে বাংলা পা রাখতে চলেছেন তিনি। তবে এই সফর প্রসঙ্গে এখনও মুখ খোলেনি মেট্রো রেল কর্তৃপক্ষ।

PM Modi in Bengal: ওয়াকফের চাপানউতোরের মাঝে বাংলায় ঝটিকা সফরে আসতে পারেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Apr 16, 2025 | 3:28 PM

কলকাতা: ঝটিকা সফরে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের ২৪ তারিখ বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। ওই একই দিনে বিহারে রয়েছে পঞ্চায়েতরাজ দিবস অনুষ্ঠান। সূত্রের খবর, সেখান থেকে সরাসরি বাংলায় আসতে পারেন তিনি।

বস্তুত, ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকে দফায় দফায় পারদ চড়েছে বাংলায়। মালদা, মুর্শিদাবাদ, হুগলি-সহ রাজ্যে একাধিক জেলায় সন্ত্রাসের আবহ। ওয়াকফের বিরোধিতায় করা আন্দোলন নিয়েছে অশান্তির রূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। আশা করা যায়, প্রধানমন্ত্রীর সফরের আগে সেই সন্ত্রাসের আবহ কেটে যাবে, তবু ওয়াকফ নিয়ে যখন বাংলার রাজনীতিতে বেড়েছে ‘নড়ন চড়ন’, সেই আবহেই বাংলায় পা রাখবেন মোদী।

রবিবার চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে কলেজ স্কোয়ারে প্রথমে মিছিল ও তারপর সভা করে বঙ্গ বিজেপি। সেই সভাতেও শুভেন্দুর মুখে উঠে আসে প্রধানমন্ত্রীর সফরের কথা। তিনি বলেন, ‘আমরা নবান্ন অভিযান করতে চাই। প্রধানমন্ত্রী সফর শেষে এই নিয়ে একটা আলোচনায় বসা হবে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারিখ ঠিক করবেন।’