Russia Ukraine War : ইউক্রেনের আবেদনে সাড়া প্রধানমন্ত্রীর! কিছুক্ষণের মধ্যে পুতিনকে ফোন মোদীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 24, 2022 | 8:19 PM

Russia Ukraine Crisis : কিছুক্ষণের মধ্যে পুতিনকে ফোন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ইউক্রেনের তরফে অনুরোধ করা হয়েছিল যুদ্ধ বিরতির জন্য প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে কথা বলুক।

Russia Ukraine War : ইউক্রেনের আবেদনে সাড়া প্রধানমন্ত্রীর! কিছুক্ষণের মধ্যে পুতিনকে ফোন মোদীর
পুতিনের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর।

Follow Us

নয়া দিল্লি : কিছুক্ষণ পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করতে পারেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার পরই হামলা শুরু করেন রাশিয়ান সেনারা। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেন ভূখণ্ড। ইউক্রেনের বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে রাশিয়ার সেনাবাহিনী, ট্যাঙ্কার। দফায় দফায় বিস্ফোরণের খবর মিলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভেও রুশ সেনারা হামলা চালায়। কিয়েভে রুশ হামলায় ভেঙে পড়ে ইউক্রেনের মিলিটারি বিমান। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩৫০ এর বেশি মানুষ। এহেন পরিস্থিতিতে যুদ্ধ থামাতে আজ ভারতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন নয়া দিল্লিতে ইউক্রেনের দূত ইগর পোলিখা। তারপরই রাশিয়া-ইউক্রেন ইস্যুতে রাজনাথ সিং, অজিত ডোভাল, অমিত শাহ সহ উচ্চ পদস্থ মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই জানা গিয়েছে তিনি কিছুক্ষণের মধ্যে পুতিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই সংঘাত এড়ানোর জন্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন ভারত আগেও জানিয়েছে। তবে প্রথম থেকে এখনও অবধি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষই থাকতে দেখা গিয়েছে ভারতকে। প্রসঙ্গত, আজ সকাল রাশিয়ার সময় অনুযায়ী সকাল ৬ টায় পুতিন ঘোষণা করেছিলেন ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিশেষ মিলিটারি অপারেশন শুরু করার। তারপরই রাশিয়ার ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী অস্ত্র সামগ্রী রাশিয়ার উত্তরের সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে হামলা চালায়। এই মুহূর্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে ভারতের কাছে সাহায্যপ্রার্থী ইউক্রেন। আজই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের হস্তক্ষেপের আবেদন জানিয়ে ইউক্রেনের দূত ইগর পোলিখা বলেছিলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকায় ভারতের আরও এক্ষেত্রে ভারতের আরও সক্রিয় অংশ নেওয়া উচিত। শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য নয়, নিজের নাগরিকদের নিরাপত্তা রক্ষার্থে আমরা এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাই।” তিনি আরও বলেছেন, “আমরা কোনও প্রোটোকল বিবৃতি চাই না। এর ফলে কিচ্ছু হয় না। আমদের গোটা বিশ্বের সমর্থন প্রয়োজন।”

ইউক্রেনের দূত মহাভারতের উল্লেখ করে মোদীর কাছে আবেদন জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনার জন্য। তিনি বলেছেন, “হাজার হাজার বছর আগে যেখানে ইউরোপে কোনও সভ্যতা তৈরি হয়নি তখন থেকেই কৌটিল্য, চাণক্য়ের মাধ্য়মে ভারত কূটনীতিবিদ্যায় পারদর্শী। বিশ্বে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে এবং অনেক বছর ধরে ভারত জোট-নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে (Non-Aligned Movement)।”

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ইউক্রেনে আটকে ভারতীয়রা, কবে হবে উদ্ধার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Next Article
Supreme Court: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল সুপ্রিম কোর্ট
Russia-Ukraine Conflict: ইউক্রেনে আটকে ভারতীয়রা, কবে হবে উদ্ধার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী