National Doctors Day: চিকিৎসক দিবসে আইএমএর অনুষ্ঠানে ভাষণ দেবেন মোদী

ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রী স্বয়ং।

National Doctors Day: চিকিৎসক দিবসে আইএমএর অনুষ্ঠানে ভাষণ দেবেন মোদী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 12:44 AM

নয়া দিল্লি: করোনা বুঝিয়েছে দেশে স্বাস্থ্য় পরিকাঠামোর গুরুত্ব কতখানি। আর এই মহামারিতে প্রথম সারিতে থেকে লড়াই করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই জাতীয় চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইট করে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রী স্বয়ং।

টুইটে নমো লিখেছেন, “করোনা যুদ্ধে চিকিৎসকদের অবদানে ভারত গর্বিত। ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস। বিকেল ৩টের সময় আইএমএর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করব।” উল্লেখ্য, এর আগেও একাধিক বার চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নরেন্দ্র মোদী। গত রবিবার ‘মন কী বাতেও’ চিকিৎসকদের প্রশংসা করেছিলেন তিনি।

গত বছর মে মাসে চিকিৎসকদের সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করেছিল বায়ুসেনা। গত ‘মন কী বাত’-এ মোদী জীবন বাজি রেখে করোনাযোদ্ধা হওয়ার জন্য চিকিৎসকদের কুর্নিশ জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়কে সম্মান জানিয়ে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। ১৯২৮ সালে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন আইএমএ। ভারতরত্ন বিধান রায় ১৪ বছর বঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।

মোদীর বক্তব্য পেশ করার পাশাপাশি  জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষে আগামী ১ জুলাই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছেন, কোভিড ওয়ারিয়ররা করোনার সঙ্গে লড়াইয়ে দারুণ কাজ করেছেন। তাঁদের সম্মান জানাতে ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার। আর এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে।

আরও পড়ুন: ২ মাসের মধ্যেই দেশে অনুমোদন পেতে পারে পঞ্চম ভ্যাকসিন, কার্যকরিতা কত?