মাঝারি উপসর্গে একশোয় একশো কার্যকরিতা, আসছে পঞ্চম ভ্যাকসিন
সাধ্যের মধ্যে থাকলেও কোভোভ্যাক্সের দাম কোভিশিল্ডের থেকে বেশি হবেই বলে জানিয়েছেন স্ট্যানলি এর্ক।
নয়া দিল্লি: কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি তো ছিলই, একদিন আগে আপদকালীন অনুমোদন পেয়েছে মডার্নাও (Moderna)। এখন দেশের হাতে করোনা নিধনের ৪ অস্ত্র। মাস দু’য়েকের মধ্যেই ভারতে আসতে চলেছে পঞ্চম অস্ত্রও। এমনই ইঙ্গিত মিলল নভোভ্যাক্সের সিইও স্ট্যানলি এর্কের বক্তব্যে। তিনি জানিয়েছেন, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে আসতে পারে কোভোভ্যাক্স করোনা টিকা।
সাধ্যের মধ্যে থাকলেও কোভোভ্যাক্সের দাম কোভিশিল্ডের থেকে বেশি হবেই বলে জানিয়েছেন স্ট্যানলি এর্ক। করোনার বিভিন্ন স্ট্রেনের বিরুদ্ধে কাজ করলেও ডেল্টা ভ্যারিয়েন্টের ওপর করোনার এই টিকা কাজ করবে কি না, তা এখনও জানা যায়নি। স্ট্যানলি এর্ক জানিয়েছেন, ব্রিটেনে তৃতীয় পর্বের ট্রায়ালে অভূতপূর্ব ফল মিলেছে। আমেরিকায়ও তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য একত্রিত হচ্ছে। তাঁর দাবি, কোভোভ্যাক্স করোনার মাঝারি উপসর্গ রুখতে ১০০ শতাংশ কার্যকরী।
করোনার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকরী কোভোভ্যাক্স। স্ট্যানলি এর্ক জানিয়েছেন, যখন তাঁরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছেন তখন ডেল্টা স্ট্রেন ছড়াচ্ছিল না, তাই সে বিষয়ে কোনও তথ্য নেই। জানা গিয়েছে, নভোভ্যাক্সের এই টিকা তৈরি করবে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এখন দেশে কোভিশিল্ড তৈরি করেছে সেরাম। পাশাপাশি স্পুটনিক ভি তৈরিরও ছাড়পত্র পেয়েছে আদর পুনাওয়ালার সংস্থা। এ বার নভোভ্যাক্সও তৈরি করবে সেরাম। নভোভ্যাক্সের এই টিকার নাম NVX-CoV2373। ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডের সংরক্ষণ করা যায় নভোভ্যাক্সের টিকা। তাই ভারতে এই টিকার পরিবহণের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: ‘সীমা ছাড়ালে ভাল হবে না’, আন্দোলনরত কৃষকদের ‘হুঁশিয়ারি’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর