CAB: সিএবির অন্দরে শোরগোল, ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতির

সিএবির ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের। 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি।

CAB: সিএবির অন্দরে শোরগোল, 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতির
'ব্যক্তিগত' কারণ দেখিয়ে ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতিরImage Credit source: @KarnatakaVarthe X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 3:04 PM

কলকাতা: নতুন বছরের শুরুতেই সিএবির (CAB) অন্দরে তুমুল শোরগোল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় (Subhro Kamal Mukherjee)। ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। সত্যিই কি তাই? নাকি নেপথ্যে অন্য কিছু?

শুভ্রকমল মুখোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আবার সিএবি-র ইউনিট। ৬টি ইউনিভার্সিটি রয়েছে, যারা সিএবির ইউনিটে ক্রিকেট খেলে। লোধা কমিটির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই দু’বছরের বেশি সময় ধরে সিএবির ওম্বুডসম্যান পদ সামলাচ্ছিলেন শুভ্রকমল। গোড়া থেকেই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ছিল।

সূত্রের খবর, সিএবির এক সদস্যের চিঠিতেই পদত্যাগ করতে বাধ্য হলেন শুভ্রকমল মুখোপাধ্যায়। স্বার্থের সংঘাতের অভিযোগ উল্লেখ করে আদালতে মামলা করার কথা ওই চিঠিতে লেখেন সেই সিএবির সদস্য। এরপরই চাপে পড়ে ওম্বুডসম্যান পদ থেকে ইস্তফা শুভ্রকমল মুখোপাধ্যায়ের।

উল্লেখ্য, লোধা কমিটির আইন অনুযায়ী এক ব্যক্তি একের বেশি পদে থাকতে পারেন না। এটা নিয়ে সিএবির অন্দরে ২ বছর ধরে চাপানউতোর চলছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বছর দু’য়েক আগে সিএবির যে প্রশাসকরা ছিলেন, তাঁরা কী জানতেন না এই লোধা কমিটির নিয়ম?

শুভ্রকমল মুখোপাধ্যায় অবসরপ্রাপ্ত আইনজীবী বিচারপতি। সেখানে তিনি তো আইনের মারপ্যাচ ভালো বুঝবেন, তা না করে কী ভাবে একসঙ্গে দুটো দায়িত্বে এতদিন বহাল রইলেন? এই ঘটনা থেকে পরিষ্কার এতদিনের চাপা ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ হতেই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে ইস্তফা দিলেন শুভ্রকমল। উল্লেখ্য, শুভ্রকমল মুখোপাধ্যায়ের আগে আইনজীবী উষানাথ বন্দোপাধ্যায় ছিলেন সিএবির ওম্বুডসম্যান।