
পোখরান: রাজস্থানের পোখরনে ‘ভারত শক্তি’ ওয়ারগেমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ মার্চ হবে ভারতীয় সেনার ওই মহড়া। সেখানে সেনার হাতে থাকা বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে কসরত চলবে। লোকসভা ভোটের প্রাক্কালে সেনার সঙ্গে সময় কাটাতে দেখা যাবে মোদীকে।
হিন্দস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ চিন্তাকে মাথায় রেখেই হবে এই সেনা মহড়া। ভারতের তৈরি বিশেষ যুদ্ধসরঞ্জাম প্রদর্শিত হবে সেখানে। পাশাপাশি ভারতের অখণ্ডতা এবং সুরক্ষা নিয়েও প্রদর্শনী হবে সেই মহড়াতে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারাল অনিল চৌহ্বান।
প্রযুক্তিকে কেন্দ্র করে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং নেভি নিজেদের ব্যবস্থাকে কীভাবে সুরক্ষিত করে, তাও মোদীর সামনে তুলে ধরবেন সেনাকর্তারা। যুদ্ধকালীন পরিস্থিতি হ্যাকিংরোধী প্রযুক্তিও তুলে ধরা হবে। সংবাদমাধ্যমেরি রিপোর্ট থেকে জানা গিয়েছে, তেজস যুদ্ধবিমান, কে-৯ আর্টিলারি গান, ড্রোন, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, শর্ট রেঞ্জ মিসাইল প্রদর্শিত হবে পোখরানে। ফেব্রুয়ারি মাসেও এয়ারফোর্সের সবথেকে মহড়াতেও হাজির ছিলেন মোদী।