AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: অটুট ভারত! পাক লাগোয়া বায়ুসেনা ঘাঁটির সামনেই বুক চিতিয়ে দাঁড়ালেন মোদী

PM Modi: সোমবার জাতির উদ্দেশে ভাষণ। মঙ্গলবার আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করলেন জওয়ানদের সঙ্গে। জোগালেন সাহস।

PM Modi: অটুট ভারত! পাক লাগোয়া বায়ুসেনা ঘাঁটির সামনেই বুক চিতিয়ে দাঁড়ালেন মোদী
আদমপুরে মোদীImage Credit: PTI
| Updated on: May 13, 2025 | 1:20 PM
Share

নয়াদিল্লি: মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করলেন দেশের আকাশ রক্ষকদের সঙ্গে। জোগালেন সাহস। সাধুবাদ জানালেন ‘অপারেশন সিঁদুরের’ জন্য। বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে যে যে সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তাদের মধ্যে অন্যতম আদমপুরের বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তান সীমানা লাগোয়া হওয়ায় জঙ্গি হোক বা পড়শি দেশের সেনা সবার নজরেই রয়েছে ভারতের এই বায়ুসেনা ঘাঁটি।

কিন্তু হাজার চেষ্টা চালিয়েও আদমপুরের কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান। তাদেরকে রুখে দিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। মঙ্গলবার, শুধু সফরই নয়, কোথা কোথা দিয়ে হামলা চালানো চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, জওয়ানদের সাহসিকতার জন্যও প্রশংসা করেন তিনি।

অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার কোনও সেনাছাউনিতে গেলেন প্রধানমন্ত্রী। গতকালই তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশে। এই সংঘর্ষে পাকিস্তানের যে হার হয়েছে, তাও নিজের ভাষণ থেকে স্পষ্ট বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুরের মাধ্যমে খতম হয়েছে শতাধিক জঙ্গি। তিন দিনেই শেষ হয়েছে পাকিস্তান। শেষ হয়েছে তাদের জঙ্গি ঘাঁটিগুলি।’

পাশাপাশি, তাঁর আরও দাবি, ‘ভারত আধুনিক যুদ্ধকৌশলে এগিয়ে। দেশ এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দিতে জানে। আর এটাই ভারতের নিউ নর্ম্যাল। এই নিউ নর্ম্যালে তিন নীতি মেনেই ভারত চলবে। প্রথমত, সন্ত্রাসবাদীরা হামলা করলে ভারত তার নিজের শর্তে, নিজের মতো করে জবাব দেবে। জঙ্গি ঘাঁটি পর্যন্ত পৌঁছবে। দ্বিতীয়ত, কোনও ‘পরমাণু হুঁশিয়ারি’ ভারত সহ্য করবে না। তৃতীয়ত, সন্ত্রাসবাদে মদত দেওয়া সরকার ও জঙ্গি সংগঠনকে আলাদা আলাদা ভাবে দেখবে না।’