PM Modi: WAVES Summit-এ অমিতাভ-শাখরুখ-অক্ষয়দের সঙ্গে দীর্ঘ আলোচনায় মোদী
PM Modi: বৈঠকের বিষয়বস্তু ভারতীয় সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব ও তার বিস্তার। সেটা বিনোদন জগৎ থেকে শুরু করে শিল্পে কীভাবে প্রযুক্তির সফল ব্যবহারে আরও উন্নয়নের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী করা যায়, তা নিয়েই এই দিক্পালদের সঙ্গে আলোচনা।

নয়া দিল্লি: বিগ বি অমিতাভ বচ্চন, বলিউডের বাদশা শাখরুন খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার- কে নেই! তারকাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্যে WAVES সামিট। শুক্রবার WAVES সামিট উপদেষ্টা কমিটির বোর্ড মিটিংয়ে তারকাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মোদী। বৈঠকে ছিলেন গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঁঝ, রজনীকান্ত, চিরঞ্জীবী, অনিল কাপুর, অনুপম খের. অস্কারজয়ী সঙ্গীতকার এ আর রহমান।
কেবল অভিনেতারাই নন, ছিলেন বিশিষ্ট শিল্পপতিরাও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি, মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা, মহেন্দ্রা ও মহেন্দ্রা আনন্দ মহেন্দ্রার চেয়ারপার্সন-সহ বিশিষ্টজনেরা।
বৈঠকের বিষয়বস্তু ভারতীয় সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব ও তার বিস্তার। বিনোদন জগৎ থেকে শুরু করে শিল্পে প্রযুক্তির সফল ব্যবহার ও তাতে উন্নয়নের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী করা কীভাবে সম্ভব, তা নিয়েই এই দিকপালদের সঙ্গে আলোচনা হয়।
WAVES সামিটের লক্ষ্যই হল বিভিন্ন ক্ষেত্রের চিন্তাধারার মানুষকে এক ছাদের তলায় এনে, তাঁদের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আর তার অগ্রগতি নিয়ে আলোচনা। মোদীর লক্ষ্য ডিজিট্যাল ইন্ডিয়া! আর সেই পথকে আরও সৃজনশীল ও মসৃণ করতেই এই আলোচনা।
WAVES 2025-এর উদ্যোক্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রক। গত কয়েকবছরে ভারতের ক্রমবর্ধমান সৃজনশীলতা, গণমাধ্যম-অর্থনীতির উন্নয়ন-সাফল্য, এ সবের উদযাপনেই এই সামিটের আয়োজন।
#WATCH | PM Narendra Modi interacted with top professionals from India and the World who are a part of the Advisory Board of WAVES Summit, including actors Amitabh Bachchan, Diljit Dosanjh, Rajnikanth, Shah Rukh Khan, Ranbir Kapoor, Chiranjeevi, Anil Kapoor, Akshay Kumar, Anupam… pic.twitter.com/CXmWCXKeZS
— ANI (@ANI) February 7, 2025
চলতি মাসের ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে এই সামিট। WAVES সামিটে ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া’ সেশন ওয়ান নামে একটি প্রোজেক্ট সামনে আনতে চলছে মন্ত্রক। এর লক্ষ্যই হল, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে নিত্যনতুন চ্যালেঞ্জের মুখে ফেলে তাকে আরও তীক্ষ্ণ করে তোলা।





