Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Wishes Mamata: মমতার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে টুইট মোদীর

PM Modi Wishes Mamata: মমতার দীর্ঘায়ু কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অন্য়ান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন মমতাকে।

PM Modi Wishes Mamata: মমতার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে টুইট মোদীর
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 6:22 PM

নয়া দিল্লি: এমনিতে মোদী-মমতার আক্রমণ প্রতি-আক্রমণ লেগেই থাকে। রাজনীতির পরিসরে তাঁরা এক অপরের ঘোর বিরোধী। তবে বিরোধিতা দূরে সরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদী এদিন মমতার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন এবং টুইটে তাঁকে উষ্ণ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, “মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করছি।” প্রসঙ্গত, সরকারি হিসেব অনুযায়ী আজ ৬৮ বছরে পা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর টুইটের জবাব দিতে এখনও দেখা যায়নি মমতাকে। তবে এবারই প্রথম নয়। রাজনৈতিক বিরোধিতা ভুলে গতবছরও জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবারও একই কামনা করেছিলেন তিনি। তাঁর টুইটের জবাবে মুখ্যমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন।

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয় মেয়াদের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল। ২০১১ সালে প্রথম সিপিএমের লাল দুর্গ ভেঙে রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা। তারপর ২০১৬ সালেও নিজের জয়রথ অব্যাহত রেখেছেন। এরপর সোজা ২০২১ সাল। বিজেপির আশাভঙ্গ করে ফের বিপুল ভোটে রাজ্য জয়ী হয় তৃণমূল। আর মুখ্যমন্ত্রীর আসন পেয়েছেন তিনি। হ্য়াটট্রিকের পালক উঠেছে মমতার মুকুটে। আর সেই মমতার জন্মদিনে শুধুমাত্র নরেন্দ্র মোদীই নয়। দেশের বিভিন্ন নেতা শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়কে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দীর্ঘ জীবনের কামনা করেছেন। তিনি টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি দীর্ঘ ও সুস্থ জীবন পাক তাই কামনা করি।” তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও এনসিপি প্রধান শরদ পওয়ারও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।