PM Narendra Modi: নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে ভারত, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

Indian Space Station: মহাকাশ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ভারতে মহাকাশচারীদের টিম তৈরি করা হবে। দেশের যুব প্রজন্মকে তিনি ভারতের মহাকাশ অভিযানে অংশ নিতে বলেন।

PM Narendra Modi: নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে ভারত, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Aug 23, 2025 | 12:40 PM

নয়া দিল্লি: ভারতের নিজের আন্তর্জাতিক স্পেস স্টেশন থাকবে। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী জানালেন, ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার কাজ করছে।

সম্প্রতিই আন্তর্জাতিক স্পেস স্টেশনে অভিযানে গিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর মহাকাশ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ভারতে মহাকাশচারীদের টিম তৈরি করা হবে। দেশের যুব প্রজন্মকে তিনি ভারতের মহাকাশ অভিযানে অংশ নিতে বলেন।

এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ ভারত দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।”

শুভাংশু শুক্লার সঙ্গে দেখা হওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, “তিন দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উত্তোলন করে গোটা দেশবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে। যে মুহূর্তে ওঁ আমায় তিরঙ্গা দেখাচ্ছিল, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”

তিনি আরও বলেন, “গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের যুব প্রজন্মের অগুনতি স্বপ্ন ও সাহস দেখেছি। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারতের মহাকাশচারীর পুল তৈরি করব। আজ স্পেস ডে-তে আমি যুব প্রজন্মকে এই পুলে সামিল হতে, ভারতের স্বপ্নকে ডানা দিতে আহ্বান জানাচ্ছি।”

২০২৩ সালের ২৩ অগস্ট চন্দ্রযান-৩ মিশন সফল হয়। চাঁদে সফট ল্যান্ডিং হয় বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারের। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২৩ অগস্ট ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করা হয়।