নয়া দিল্লি: মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট কার্ড বা রদবদলের থেকেও বেশি গুরুত্ব পেল করোনাই। কোভিডবিধি মেনে চলে সাধারণের কাছে উদাহরণ সৃষ্টি করুন, মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের কাছে এই অনুরোধই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সাধারণ মানুষকে টিকাকরণের জন্য এগিয়ে আসতে অনুপ্রেরিত করার দায়িত্বও দেন মন্ত্রীদের উপর।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল (VK Paul) করোনা মহামারীর বিষয়ে সকলের সামনে একটি উপস্থাপনা রাখেন। প্রধানমন্ত্রীও মন্ত্রীদের নির্দেশ দেন, তাদের সংশ্লিষ্ট মন্ত্রক যেন “মিশন মোডে” টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যায়। করোনা সংক্রমণ থেকে এখনও যে মুক্তি মেলেনি, তা ফের একবার সকলকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
করোনা সংক্রমণের জেরে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। করোনা-পরবর্তী সময়ে কীভাবে দ্রুত এই সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, তাও মন্ত্রীদের কাছ থেকে জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রীরা যে সমস্ত প্রকল্পের কাজ শুরু করেছেন বা ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে যে প্রকল্পগুলির, তা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্বও দেওয়া হয় বৈঠকে উপস্থিত মন্ত্রীদের উপর।
আগামী বিধানসভা অধিবেশনে বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যাবতীয় তথ্য জোগাড় ও নিজেদের প্রস্তুত করার দায়িত্বও তিনি দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, “সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। করোনার তৃতীয় ঢেউ যাতে না আসে, সেই পরিমাণ সতর্কবিধি অনুসরণ করতেই হবে। করোনা নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলি তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব মন্ত্রীদেরই”। মন্ত্রীদের নিজের বিধানসভা অঞ্চলগুলিতে পরিদর্শনের সময় সবসময় যেন মাস্ক পরা থাকেন, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: খোঁজ ছিল না এক মাস, মাটি খুঁড়তেই বেরিয়ে এল পরপর পাঁচটি পচা-গলা দেহ