নয়াদিল্লি: মাসেকখানেক আগেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। শুধু ভারত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। সেখানে যেমন প্রবাসী ভারতীয়রা থাকেন। তেমনই থাকেন সেইসব দেশের নাগরিকরাও। বিশ্বের রাষ্ট্রনেতারাও তাঁর বাগ্মিতায় মুগ্ধ হন। সেই নরেন্দ্র দামোদরদাস মোদীর মুকুটে নয়া পালক। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেললেন। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মোদীর ফলোয়ার সংখ্যা ১০ কোটি ছুঁল। মোদীর মুকুটে নয়া পালক যোগ হওয়ায় উচ্ছ্বসিত বিজেপিও। মোদীর ফলোয়ার সংখ্যার উল্লেখ করে বিরোধী শিবিরকে কটাক্ষ করেছে কেন্দ্রের শাসকদল।
রবিবার এক্স হ্যান্ডলে মোদীর ফলোয়ার সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। বিশ্বের তাবড় নেতাদের চেয়ে বেশ কয়েক কদম এগিয়ে তিনি। এক্স হ্যান্ডলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা ৩ কোটি ৮১ লক্ষ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফলোয়ার সংখ্যা ৬৫ লক্ষ। শুধু রাষ্ট্রনেতা নয়। বিশ্বের অনেক ক্রীড়া ব্যক্তিত্বের চেয়েও এক্স হ্যান্ডলে ফলোয়ার সংখ্যা বেশি মোদীর। ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৪১ লক্ষ। ব্রাজিলের ফুটবল তারকা জুনিয়র নেইমারের ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৩৬ লক্ষ। আবার লেডি গাগার মতো তারকার চেয়েও ফলোয়ার বেশি মোদীর। লেডি গাগার ফলোয়ার সংখ্যা ৮ কোটি ৩১ লক্ষ। পোপ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮৫ লক্ষ। গত তিন বছরে এক্স হ্যান্ডলে মোদীর ফলোয়ার সংখ্যা বেড়েছে ৩ কোটি।
২০০৯ সালে এক্স হ্যান্ডলে (তখন টুইটার) যোগ দেন মোদী। সাধারণ মানুষ মেসেজ করলেও তার জবাব দেন। নিজের কর্মসূচির কথা জানান। এক্স হ্যান্ডলে নতুন মাইলফলক স্পর্শ করার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন মোদী। ভবিষ্যতেও এই মাধ্যমে সমানভাবে সক্রিয় থাকার কথা জানিয়েছেন তিনি।
A hundred million on @X!
Happy to be on this vibrant medium and cherish the discussion, debate, insights, people’s blessings, constructive criticism and more.
Looking forward to an equally engaging time in the future as well. pic.twitter.com/Gcl16wsSM5
— Narendra Modi (@narendramodi) July 14, 2024
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা ১০ কোটি পেরনো নিয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করে এক্স হ্যান্ডলে বিজেপি লিখেছে, মোদীর একার ফলোয়ার সংখ্যা বিরোধী ইন্ডিয়া জোটের তাবড় তাবড় নেতাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যার চেয়ে বেশি। এক্স হ্যান্ডলে বিরোধী নেতাদের ছবি দিয়ে বিজেপি লিখেছে, এক্স হ্যান্ডলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার সংখ্যা ৭৪ লক্ষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লক্ষ। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৭৫ লক্ষ টাকা। ইন্ডিয়া জোটের তাবড় নেতাদের ফলোয়ার সংখ্যা সবমিলিয়ে ৯ কোটি ৫০ লক্ষ বলে জানানো হয়েছে বিজেপির তরফে।
𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐜𝐥𝐨𝐬𝐞.
Followers & popularity numbers of the entire INDI Alliance leadership fells flat when compared to PM Modi. pic.twitter.com/bg2zfmpKH5
— BJP (@BJP4India) July 14, 2024
একইসঙ্গে এক্স হ্যান্ডলে বিজেপি জানিয়েছে, মোদীর ফলোয়ার সংখ্যা কয়েকটি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। জার্মানির জনসংখ্যার থেকে ১.২ গুণ বেশি। অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়ে ৩.৭ গুণ, ব্রিটেনের জনসংখ্যার চেয়ে ১.৪ গুণ এবং কানাডার জনসংখ্যার চেয়ে ২.৫ গুণ বেশি।