Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যোগাসনের ফাঁকে ‘কাশ্মীরের কলি’দের সঙ্গে সেলফি প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ছবি

International Yoga Day 2024: এ দিন শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। এ বছরের থিম ছিল “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”। বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুক্ষণ পিছিয়ে গেলেও, ভিড় ছিল চোখে পড়ার মতো।

যোগাসনের ফাঁকে 'কাশ্মীরের কলি'দের সঙ্গে সেলফি প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ছবি
যুব প্রজন্মের সঙ্গে সেলফি প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 9:50 AM

শ্রীনগর: তাঁর প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যোগাসন। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। যোগাসনের ফাঁকে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিন শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। এ বছরের থিম ছিল “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”। বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুক্ষণ পিছিয়ে গেলেও, ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রাণায়ম, বজ্রাসন থেকে শুরু করে নানা ধরনের যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী মোদী।

যোগাসন শেষে তিনি কাশ্মীরের যুবতীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে সেই ছবিগুলি পোস্ট করেন।