Singer KK Demise: ‘সবার মনের তার ছুঁয়ে গিয়েছিলেন’, কেকে-র আকস্মিক প্রয়াণে শোকে বিহ্বল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী
Politicians Mournes over Singer KK Demise: কেকে-র আকস্মিক প্রয়াণে শোকাহত গোটা দেশই। শুধুমাত্র সঙ্গীত ও অভিনয় জগতের সদস্যরাই নন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা-মন্ত্রীরাও কেকে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শোকাহত রাজনৈতিক মহলও-
কেকে-র আকস্মিক মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাতেই টুইট করে বলেন, “প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ, যিনি কেকে নামেই পরিচিত ছিলেন, তাঁর অকাল প্রয়াণে মর্মাহত। গানের মাধ্যমে তিনি বিভিন্ন আবেগ তুলে ধরেছিলেন, সব বয়সী মানুষেরই মনের তার ছুঁয়ে গিয়েছিলেন তিনি। ওনার গানের মাধ্যমেই আমরা ওনাকে সর্বদা মনে রাখব। ওনার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল।”
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও। তিনি এ দিন সকালেই টুইট করে লেখেন, “বলিউড প্লেব্যাক সঙ্গীতশিল্পী কেকে-র অকাল প্রয়াণে বিস্মিত ও মর্মাহত। যাবতীয় কাজ, শেষকৃত্য ও তাঁর পরিবারকে সহযোগিতা করতে গতকাল রাত থেকেই আমার সহকর্মীরা কাজ করছেন। গভীর সমবেদনা জানাচ্ছি”। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শেষ শ্রদ্ধা জানাতে যাবেন বলেও তিনি জানিয়েছেন।
The sudden and untimely demise of the Bollywood playback singer KK shocks and saddens us. My colleagues have been working from last night to ensure that all requisite support is given for necessary formalities, his rites and to his family now. My deep condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) June 1, 2022
কেকে-র মৃত্যুর খবর পেয়ে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি বলেন, “কৃষ্ণকুমার কুনাথ, যিনি কেকে নামেই পরিচিত, তিনি ভারতের সঙ্গীত জগতের অন্যতম বহুমুখী গায়ক ছিলেন। হৃদয় ছুঁয়ে যাওয়া ওনার কন্ঠ আমাদের একাধিক স্মরণীয় গান উপহার দিয়েছেন। গতকাল রাতে ওনার আকস্মিক মৃত্যুতে অত্যন্ত মর্মাহত। ওনার পরিবার ও বিশ্বজুড়ে ভক্তদের প্রতি গভীর সমবেদনা রইল।”
Krishnakumar Kunnath, fondly known as KK, was one of the most versatile singers of the Indian music industry. His soulful voice gave us many memorable songs.
Saddened by the news of his untimely demise last night. My heartfelt condolences to his family & fans across the world. pic.twitter.com/7Es5qklcHc
— Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2022
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও শোক প্রকাশ করেন। তিনি বলেন, “বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের আকস্মিক প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। ওনার আত্মার সদগতি কামনা করি। ওম শান্তি।”
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও কেকে-র গানের দুই কলি তুলে লেখেন, “হাম রাহে ইয়া না রাহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল, প্রতিভাবান গায়ক কেকে-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি !”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করে লেখেন, “অবিশ্বাস্য, সময়ের অনেক আগে চলে গেলেন। কলকাতায় এসে কেকে নিজের ভক্তদের শেষ মুহূর্ত অবধি মাতিয়ে রেখেছিলেন। উনি নিজের গানের মাধ্যমেই আমাদের মধ্যে রয়ে যাবেন। ওনার পরিবার, বন্ধু ও অগুনতি ভক্তদের প্রতি সমবেদনা রইল।”
এদিন সকালেই কলকাতায় এসে পৌঁছন সঙ্গীতশিল্পী কেকে-র পরিবার। তাঁরা বর্তমানে সিএমআরআই হাসপাতালে রয়েছেন। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। ময়াতদন্ত হবে বলেও জানা গিয়েছে।