PM Narendra Modi: ‘রক্ত ফুটছে, বিচার পাবেই…’, রাখঢাক না রেখেই হুঙ্কার মোদীর

PM Narendra Modi: প্রধানমন্ত্রী বলেন, "জম্মু-কাশ্মীরের শত্রুদের এটা ভাল লাগেনি যে সেখানে শান্তি ফিরছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল এবং রেকর্ড হারে পর্যটকদের সংখ্যা বাড়ছিল।"

PM Narendra Modi: রক্ত ফুটছে, বিচার পাবেই..., রাখঢাক না রেখেই হুঙ্কার মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Apr 27, 2025 | 12:13 PM

নয়া দিল্লি: পহেলগাঁওয়ের হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটকের জন্য গভীর শোক প্রকাশ করলেন। একইসঙ্গে আশ্বাস দিলেন যে মৃতদের সুবিচার পাবেই।

প্রতি মাসের শেষ রবিবারেই মন কি বাত অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী মোদী। এ দিন তিনি পহেলগাঁওয়ের জঙ্গি হানার নিন্দা করে বলেন, “আমার হৃদয়ে গভীর যন্ত্রণা রয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রত্যেক দেশবাসীর মন ভেঙে গিয়েছে। প্রত্য়েক ভারতীয়ের গভীর সহানুভূতি রয়েছে নিহতদের পরিবারের প্রতি।”

জঙ্গি হামলার যোগ্য জবাব দেওয়া হবে এবং নিহতদের সুবিচার দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ন্যায় পাবেনই। হামলায় জড়িত অপরাধী ও ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দেওয়া হবে।

এ দিন প্রধানমন্ত্রী বলেন, “জম্মু-কাশ্মীরের শত্রুদের এটা ভাল লাগেনি যে সেখানে শান্তি ফিরছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল এবং রেকর্ড হারে পর্যটকদের সংখ্যা বাড়ছিল। সাধারণ মানুষের আয় বাড়ছিল, যুব সমাজের জন্য কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছিল।”

তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ের হামলা দেখিয়েছে যে সন্ত্রাসে মদতদাতারা কতটা মরিয়া, কতটা কাপুরুষ। জঙ্গি ও তাদের মাথারা কাশ্মীরকে ফের ধ্বংস করে দিতে চায়, তার জন্যই এই বড় ষড়যন্ত্র করেছে।”

দেশবাসীকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি মানুষের একে অপরের পাশে থাকাই সবথেকে বড় শক্তি। একতাই আমাদের শক্তি। দেশের সামনে থাকা এই চ্যালেঞ্জকে প্রতিহত করতে আমাদের সংকল্প মজবুত করতেই হবে। দেশ হিসাবে আমাদের শক্তি দেখাতে হবে। আজ গোটা বিশ্ব দেখছে…”

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরই রাষ্ট্রনেতাদের ফোন পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সে কথাও উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের পাশে গোটা বিশ্ব রয়েছে। আমি আবারও নিহতদের পরিবারকে আশ্বাস দিচ্ছি যে আপনারা ন্যয় বিচার পাবেই।”