Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘যুব সমাজে হকির জনপ্রিয়তা আরও বাড়বে’, শ্রীজেশদের অভিনন্দন মোদীর

PM Narendra Modi: অলিম্পিকে হকিতে এই নিয়ে ১৩ বার পদক পেল ভারত। পুরুষদের হকিতে ভারত ৮টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে। টোকিওতে গত অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। আর বৃহস্পতিবার স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন শ্রীজেশরা।

PM Narendra Modi: 'যুব সমাজে হকির জনপ্রিয়তা আরও বাড়বে', শ্রীজেশদের অভিনন্দন মোদীর
ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় হকি টিমকে অভিনন্দন নরেন্দ্র মোদীর
Follow Us:
| Updated on: Aug 08, 2024 | 9:05 PM

নয়াদিল্লি: সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু, মনোবল হারাননি। তারই ফল পেলেন হরমনপ্রীত, শ্রীজেশরা। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি টিম। টোকিওতে আগের অলিম্পিকেও হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এদিনের এই জয়ের জন্য ভারতীয় হকি টিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় হকি টিমকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “অলিম্পিকে উজ্জ্বল ভারতীয় হকি টিম। ব্রোঞ্জ মেডেল দেশে আনছে। এটা আরও স্পেশাল কারণ পরপর দু’বার অলিম্পিকে পদক পেল তারা।” প্রধানমন্ত্রী আরও লেখেন, “এই জয় অধ্যবসায়, দক্ষতা ও টিম স্পিরিটে সফলতা। খেলোয়াড়দের ধন্যবাদ।” হকির প্রতি ভারতীয়দের আবেগের কথা উল্লেখ করে মোদী লেখেন, “হকির সঙ্গে প্রত্যেক ভারতীয়র আবেগের সংযোগ রয়েছে। এই জয় দেশের যুব সমাজের মধ্যে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে।”

অলিম্পিকে হকিতে এই নিয়ে ১৩ বার পদক পেল ভারত। পুরুষদের হকিতে ভারত ৮টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে। টোকিওতে গত অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। আর বৃহস্পতিবার স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন শ্রীজেশরা। এই ব্রোঞ্জ পদক হরমনপ্রীত-মনপ্রীতরা উৎসর্গ করছেন টিমের সিনিয়র গোলকিপার পিআর শ্রীজেশকে।

স্পেনের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, এই ম্যাচ এবং ব্রোঞ্জ জয়ের মুহূর্তটা শ্রীজেশের জন্য ভীষণ আবেগপ্রবণ। তাঁর কথায়, “আমাদের টিমে এমন কিছু প্লেয়ার আছেন, যাঁরা অনেকদিন ধরেই রয়েছেন। তেমনই একজন শ্রীজেশ। দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছেন। তাঁর এটা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। একটা আবেগপ্রবণ মুহূর্ত। ভারতের জন্য এত লম্বা সময় ধরে খেলাটা দারুণ ব্যাপার।”