PM Modi: সৌদি আরব থেকে শাহকে ফোন মোদীর, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

PM Modi: এদিন অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক পর্যটক বলেন, তাঁরা ভেলপুরী খাচ্ছিলেন। সেইসময় জঙ্গিরা এসে তাঁর স্বামীকে গুলি করে।

PM Modi: সৌদি আরব থেকে শাহকে ফোন মোদীর, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 22, 2025 | 10:11 PM

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা। খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখান থেকে ফোনে শাহর কাছ থেকে খোঁজখবর নিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। শাহর সঙ্গে ফোনে কথা বলার পর হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন, হামলাকারীদের কোনওভাবেই ছাড়া হবে না।

এদিন অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক পর্যটক বলেন, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। সেইসময় জঙ্গিরা এসে তাঁর স্বামীকে গুলি করে।

হামলার খবর পেয়েই সৌদি আরব থেকে শাহকে ফোন করেন মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যেতে বলেন।

প্রধানমন্ত্রীর ফোনের পরই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরের ডিজিপিও ও সেনা আধিকারিকরা।

ওই বৈঠকের পরই শাহ জানিয়ে দেন, সন্ত্রাসবাদীদের কোনওমতেই ছাড়া হবে না। মৃতদের পরিবারকে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীকে ঘটনা সম্পর্কে সব জানিয়েছেন বলে শাহ জানান। ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।