ওয়াশিংটন: উপহারের ঝুলি নিয়ে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডিকে দিলেন বিশেষ উপহার। বিরল এই উপহার, কারণ এতে তুলে ধরা হয়েছে ভারতীয় সংস্কৃতি ও শৈল্পীকে তুলে ধরা হয়েছে।
মার্কিন সফরের প্রথম দিনে কোয়াড সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে তাঁর বাসভবনেও যান। সেখানেই প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি অ্যান্টিক সিলভারের একটি ট্রেনের মডেল উপহার দেন। এই ট্রেনে হাতে খোদাই করা কারুকাজ করা হয়েছে। ট্রেনের একদিকে খোদাই করা রয়েছে দিল্লি-ডেলাওয়ার। অন্যদিকে, খোয়াই করা রয়েছে ভারতীয় রেলওয়ে। হিন্দি ও ইংরেজি- দুই ভাষাতেই লেখা।
মহারাষ্ট্রের শিল্পীরা এই কাজ ফুটিয়ে তুলেছেন। ৯২.৫ শতাংশ রুপো দিয়ে তৈরি এই শিল্পকর্মটি। ভারতে ধাতুর উপরে যে বিশেষ শৈলীতে শিল্পকলা তুলে ধরা হয়, তা-ই তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ভারতের স্টিম লোকোমোটিভ-কেও শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি-কেও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে উপহার দিয়েছেন পশমিনা শাল, যেটি প্যাপিয়ার ম্যাচ বাক্সে ভরা যায়। লাদাখের উচ্চ পার্বত্য অঞ্চলে বসবাসকারী ছাগলের পশম দিয়ে এই শাল তৈরি করা হয়েছে। শালে যে রঙগুলি ব্যবহার করা হয়েছে, তাও সম্পূর্ণ প্রাকৃতিক। বিভিন্ন গাছপাতা ও খনিজের রঙ মিশিয়ে শালে রঙ ফুটিয়ে তোলা হয়েছে। যে বাক্সে ভরে শালটি উপহার দেওয়া হয়েছে, তাও জম্মু-কাশ্মীরে তৈরি। কাগজের মণ্ড, আঠা দিয়ে তৈরি।