
নয়া দিল্লি: রাতারাতি ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে রইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বললেন, “কৃষক ও মৎসজীবীদের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। কৃষকদের সুরক্ষার জন্য কঠিন মূল্য চোকাতে প্রস্তুত।”
এ দিন দিল্লির স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনও কৃষক, পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, “For us, the interest of our farmers is our top priority. India will never compromise on the interests of farmers, fishermen and dairy farmers. I know personally, I will have to pay a heavy price for it, but I am ready for it.… pic.twitter.com/W7ZO2Zy6EE
— ANI (@ANI) August 7, 2025
প্রধানমন্ত্রীর এই মন্তব্য় মার্কিন প্রেসিডেন্টের ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোর জবাব বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার থেকে তেল ও অস্ত্রশস্ত্র কেনার জন্য ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ এবং গতকাল হঠাৎ তা বাড়িয়ে দ্বিগুণ করে ৫০ শতাংশ করে দেন। ভারত পিছু না হটলে আরও শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।
ভারতও পাল্টা জবাব দিয়ে এই সিদ্ধান্তকে ‘অনায্য’ বলে উল্লেখ করেছে। ভারত নিজের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে।