PM Narendra Modi: জংলি প্রিন্টের জামা, হাতে লম্বা ক্যামেরা, কাজিরাঙার জঙ্গলে অন্য রূপে প্রধানমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 09, 2024 | 4:23 PM

PM Modi in Kaziranga: এই প্রথম কাজিরাঙায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙা জঙ্গলের সেন্ট্রাল কোহোরা রেঞ্জে হাতি সাফারি করেন প্রধানমন্ত্রী। এরপরে জিপ সাফারি করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজিরাঙা পার্কের ডিরেক্টর সোনালি ঘোষ ও অন্যান্য আধিকারিকরা।  

PM Narendra Modi: জংলি প্রিন্টের জামা, হাতে লম্বা ক্যামেরা, কাজিরাঙার জঙ্গলে অন্য রূপে প্রধানমন্ত্রী
কাজিরাঙায় প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: Twitter

Follow Us

কাজিরাঙা:  জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী মোদী। শনিবার অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ক্যামোফ্লাজ প্রিন্টের জামা, মাথায় টুপি ও ক্যামেরা হাতে সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হাতির পিঠেও চাপেন তিনি।

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা (Kaziranga National Park)। এই প্রথম কাজিরাঙায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙা জঙ্গলের সেন্ট্রাল কোহোরা রেঞ্জে হাতি সাফারি করেন প্রধানমন্ত্রী। এরপরে জিপ সাফারি করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজিরাঙা পার্কের ডিরেক্টর সোনালি ঘোষ ও অন্যান্য আধিকারিকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও টুইট করে লেখেন, “আজ সকালে আমি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ঘন সবুজে ঘেরা এই ইউনেসকো হেরিটেজ সাইটে একশৃঙ্গ গণ্ডার সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য রয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একবার কাজিরাঙা ঘুরে দেখার।”

পরে আরেকটি পোস্টে অসমের চায়েরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আমি অসমের চা শ্রমিকদেরও প্রশংসা করতে চাই যারা  অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং বিশ্বের দরবারে অসমের সম্মান বৃদ্ধি করছে। আমি পর্যটকদের এই চা বাগান ঘুরে দেখার অনুরোধ করছি।”

শুক্রবার বিকেলেই কাজিরাঙায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। দুইদিনের অসম সফরে গিয়েছেন তিনি। আজ, শনিবার দুপুরে জোরহাটে ১২৫ ফিট উচ্চতার ‘স্ট্যাচু অব ভেলোর’ উদ্বোধন করবেন তিনি। লাচিত বারফুকানের মূর্তি এটি। এরপরে তিনি কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। মোট ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

Next Article