PM Narendra Modi-Manipur: সেপ্টেম্বরেই মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: সূত্র

PM Modi: ২০২৩-এর পর থেকে মণিপুর সফরে যাননি মোদী, তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে সেই সফর হবে খুবই কম সময়ের জন্য। গত কয়েক মাসে মণিপুরের পরিস্থিতি শান্তই আছে।

PM Narendra Modi-Manipur: সেপ্টেম্বরেই মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: সূত্র
Image Credit source: PTI

Sep 02, 2025 | 10:17 AM

নয়া দিল্লি: মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম ও মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, বৈরবী-সাইরাং রেলপথ উদ্বোধনের জন্যই মিজোরাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যেতে পারেন মণিপুরে।

মিজোরাম সরকারের বিভিন্ন সূত্র জানাচ্ছে, আইজল থেকে মোদীর সফরের এই খবর তাদের কাছে পৌঁছেছে। ২০২৩-এর অশান্তির পর এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম মণিপুর সফর। মিজোরাম সফর নিশ্চিত হলেও মণিপুর সফর এখনও নিশ্চিত নয়। আর সেই সফর যদি হয়, তা ১২ না ১৩ তারিখে, সেটাও নিশ্চিত নয়।

যদি মোদীর মণিপুর সফর নিশ্চিত হয়, তাহলে তিনি মেইতি ও কুকি অধ্যুষিত অঞ্চলেও যেতে পারেন বলে সূত্রের খবর, কথা বলতে পারেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে।

২০২৩-এর পর থেকে মণিপুর সফরে যাননি মোদী, তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে সেই সফর হবে খুবই কম সময়ের জন্য। গত কয়েক মাসে মণিপুরের পরিস্থিতি শান্তই আছে। তবে এখনও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। আস্তে আস্তে খুলছে স্কুল। ঘরছাড়া পরিবারগুলিও ঘরে ফিরছে।

উল্লেখ্য, ২০২৩-এ মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে যে অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে মৃত্যু হয়েছে অন্তত ২৫০ জনের। বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ৬০,০০০ মানুষ।