AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in SCO Summit: ‘সন্ত্রাসবাদে খোলা সমর্থন করছে, আমরা মেনে নেব?’ পাকিস্তানকে সামনে বসিয়েই তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi Slams Pakistan: পহেলগাঁও জঙ্গি হানার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত বিগত চার দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সহ্য করে আসছে। সম্প্রতি পহেলগাঁওতে আমরা সন্ত্রাসবাদের সবথেকে ঘৃণ্য রূপ দেখেছি। আমাদের সন্তানদের হারিয়েছি।"

PM Modi in SCO Summit: 'সন্ত্রাসবাদে খোলা সমর্থন করছে, আমরা মেনে নেব?' পাকিস্তানকে সামনে বসিয়েই তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর
Image Credit: PTI
| Updated on: Sep 01, 2025 | 11:30 AM
Share

বেজিং:  পাকিস্তানের সামনেই তাদের তুলোধনা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। সরব হলেন পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে। এসসিও সামিটে (SCO Summit) যোগ দেওয়া রাষ্ট্রনেতারাও প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করে পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেন। তবে তারা উল্লেখ করেননি পাকিস্তানের নাম।

চিনের তিয়ানজিনে বসেছে এসসিও সামিট। এ দিন, (১ সেপ্টেম্বর) ২৫তম সাংহাই কোঅপারেশন সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কোনও কোনও দেশ সন্ত্রাসবাদকে প্রকাশ্যে সমর্থন করছে। এটা কি মেনে নেওয়া যায়? সন্ত্রাসবাদ শুধুমাত্র কোনও একটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নয়, গোটা মানবতার জন্য চ্যালেঞ্জ।”

পহেলগাঁও জঙ্গি হানার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত বিগত চার দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সহ্য করে আসছে। সম্প্রতি পহেলগাঁওতে আমরা সন্ত্রাসবাদের সবথেকে ঘৃণ্য রূপ দেখেছি। আমাদের সন্তানদের হারিয়েছি। অনাথ হয়ে গিয়েছে অনেকে। যারা এই লড়াইয়ে, কঠিন সময়ে নয়া দিল্লির পাশে যারা দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “আমাদের স্পষ্টভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদে কোনও দ্বিচারিতা গ্রহণ করা হবে না। এই হামলা (পহেলগাঁও হামলা) প্রতিটি দেশ এবং প্রতিটি মানুষ, যারা মানবতায় বিশ্বাস করে, তাদের জন্য খোলা চ্যালেঞ্জ ছিল। এই ধরনের পরিস্থিতিতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কোনও কোনও দেশের সন্ত্রাসবাদে খোলা সমর্থন কি গ্রহণযোগ্য়? আমরা যে কোনও ধরনের, যেকোনও বর্ণের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। এটা মানবতার প্রতি আমাদের দায়িত্ব।”

প্রধানমন্ত্রী যখন এই কথাগুলি বলছিলেন, তখন উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। তিনি চুপ করেছিলেন গোটা সময়। সন্ত্রাস দমনে ভারতের অবস্থান ও অভিযান নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, এসসিও-র রিজিওনাল অ্যান্টি-টেররিস্ট স্ট্রাকচারের অধীনে আল কায়েদা সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে ভারত।

তিনি জানান, এসসিও-র সদস্য হিসাবে ভারত ইতিবাচক ভূমিকা পালন করেছে। নিরাপত্তা, সংযোগ ও সুযোগ- এই তিনটি স্তম্ভই ভারতের নীতি ও দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।