PM Narendra Modi: উত্তরাখণ্ডের পার্বতী কুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী, আদি কৈলাশের কাছে চাইলেন আশীর্বাদ

PM Modi's Uttarakhand Visit: এ দিন সকালে উত্তরাখণ্ডে পৌঁছেই প্রথমে পার্বতী কুণ্ডে পুজো দিতে যান প্রধানমন্ত্রী। সমস্ত আচার মেনেই তিনি মন্দিরে প্রবেশ করেন। মন্দিরের বাইরে নন্দীর মূর্তিতে ধূপ দেখান, ডমরু বাজিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: উত্তরাখণ্ডের পার্বতী কুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী, আদি কৈলাশের কাছে চাইলেন আশীর্বাদ
আদি কৈলাশের কাছে প্রার্থনা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 12:25 PM

দেহরাদুন: ঝুলিতে একাধিক প্রকল্প নিয়ে উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পার্বতী কুণ্ডে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। আদি-কৈলাশের কাছেও মাথা নত করে আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি।

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ৪২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সকালে উত্তরাখণ্ডে পৌঁছেই প্রথমে পার্বতী কুণ্ডে পুজো দিতে যান প্রধানমন্ত্রী। সমস্ত আচার মেনেই তিনি মন্দিরে প্রবেশ করেন। মন্দিরের বাইরে নন্দীর মূর্তিতে ধূপ দেখান, ডমরু বাজিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী মোদী।

পার্বতী কুণ্ডে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী সামনেই অবস্থিত হ্রদের সামনে বসে আদি কৈলাশের কাছেও প্রার্থনা করেন।

মন্দিরের বাইরেই উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। এক বৃদ্ধা মহিলার সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী মোদী। তাঁর কাছে আশীর্বাদ চান। ওই বৃদ্ধাও প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।

পাশেই দাঁড়ানো এক মহিলার কোলের শিশুকেও আদর করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি তিনি সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান ও বিআরও আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।