PM Narendra Modi: ‘দেশের কণ্ঠস্বর তুলে ধরার জন্য আমরা এঁদের জন্য গর্বিত’, অভিষেকদের জন্য় পোস্ট করলেন মোদী

PM Modi: সাতটি প্রতিনিধি দলে ৫০ জনের বেশি সদস্য ছিলেন। তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটি এশিয়ার ৫টি দেশে যায়।

PM Narendra Modi: দেশের কণ্ঠস্বর তুলে ধরার জন্য আমরা এঁদের জন্য গর্বিত, অভিষেকদের জন্য় পোস্ট করলেন মোদী
প্রতিনিধি দলের সঙ্গে নরেন্দ্র মোদী Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 10, 2025 | 11:23 PM

নয়া দিল্লি: পাকিস্তানের ‘মুখোশ’ খুলতে বিশ্বের একাধিক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। তার মধ্যে একটি দল গিয়েছিল এশিয়ার ৫টি দেশে। সেই দলের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সংশ্লিষ্ট সেই প্রতিনিধি দল দেশে ফেরার পর আজ মঙ্গলবার দেখা দিল্লিতে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে। নৈশভোজে তাঁদের আমন্ত্রণ জানান মোদী। এরপর আজ সেই নিয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সংশ্লিষ্ট পোস্টে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মোদী লিখেছেন, ‘এরা সকলেই দেশের প্রতিনিধিত্ব করে ফিরেছেন। বিভিন্ন দেশে গিয়ে সকলে জানিয়ে এসেছেন শান্তি রক্ষার প্রতি ভারতের দায়বদ্ধতা ও সন্ত্রাসবাদকে নির্মূলনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি। এই প্রতিনিধি দল যেভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন,তাতে আমরা সকলেই গর্বিত।’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে মেরেছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরতে অভিষেকরা বিশ্বের নানা দেশে যান।

সাতটি প্রতিনিধি দলে ৫০ জনের বেশি সদস্য ছিলেন। তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটি এশিয়ার ৫টি দেশে যায়। গত ২১ মে প্রথমে জাপান যান অভিষেকরা। ২ সপ্তাহে জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যান তাঁরা। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন। এরপর আজ নৈশভোজে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে যায় এই প্রতিনিধি দল।