PM Narendra Modi: ‘বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলেছে ভারত’, অপারেশন সিঁদুরের জয়গান প্রধানমন্ত্রীর মুখে

Parliament Monsoon Session: প্রধানমন্ত্রী বলেন, "প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উড়েছে। এটা প্রত্যেক দেশবাসীর জন্য গৌরবের মুহূর্ত। বিজ্ঞান, উদ্ভাবনের সফল যাত্রা ছিল এটা। লোকসভা, রাজ্যসভাও এই আনন্দ, গৌরবের অংশ হবে।"

PM Narendra Modi: বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলেছে ভারত, অপারেশন সিঁদুরের জয়গান প্রধানমন্ত্রীর মুখে
সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 21, 2025 | 11:30 AM

নয়া দিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরু আজ থেকে। অধিবেশন শুরুর আগেই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর থেকে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, তাঁর বক্তব্যে উঠে আসে নানা প্রসঙ্গ।  এদিন প্রধানমন্ত্রী বলেন-

  1. পহেলগাঁওয়ের হত্যালীলার পর গোটা বিশ্ব চমকে গিয়েছিল। জঙ্গিদের দিকে বিশ্বের নজর ছিল। দল নির্বিশেষে, দেশের হিতকামনায় অধিকাংশ রাজ্য, দলের প্রতিনিধি বিশ্ব ভ্রমণ করেছেন এবং বিশ্বের সামনে জঙ্গিদের মুখোশ খুলে দিয়েছে। আজ তার জন্য সকল সাংসদকে ধন্যবাদ জানাই। এই অধিবেশনেও যেন তারা সকলে মনের দুয়ার খোলেন।
  2. ৯০ কোটিরও বেশি মানুষ সোশ্যাল সিকিউরিটির অধীনে এসেছে। ভারত এখন গ্লুকোমা বিরুদ্ধে লড়ছে।
  3. ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআইয়ের মাধ্যমে বিশ্ব ভারতকে চিনছে। ইউপিআই ফিনটেকের দুনিয়ায় নিজের নাম অর্জন করেছে।
  4. ২০১৪ সালে যখন আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন, তখন আমরা বিশ্বের দশম অর্থনীতি ছিল, আজ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। একটা সময় ছিল, ২০১৪ সালের আগে যখন মুদ্রাস্ফীতি ডবল ডিজিট ছিল। আজ তা ২-এ নেমে এসেছে। মানুষ স্বস্তি পাচ্ছে। এটা ভাল বিকাশযাত্রার লক্ষণ।
  5. আমরা গর্বিত যে বোমা বন্দুকের সামনে আমাদের দেশের সংবিধান জয়ী হচ্ছে। গতকাল পর্যন্ত যা রেড করিডোর ছিল, তা গ্রিন গ্রোথ করিডোরে পরিণত হয়েছে। সব সাংসদের কাছে এটা গর্বের মুহূর্ত। তাদের গৌরব গান দেশবাসী শুনবে।
  6. শান্তি ও প্রগতি কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে। আজ নকশালবাদ, মাওবাদ শেষ হচ্ছে। নকশালবাদকে মূল থেকে উপড়ে ফেলার শপথ নিয়ে দেশ দ্রুতগতিতে সাফল্যের দিকে এগোচ্ছে।  ১০০-রও বেশি গ্রামকে নকশাল মুক্ত করা হয়েছে।
  7. মেড ইন ইন্ডিয়া অস্ত্রের উপরে বিশ্বের আকর্ষণ,আস্থা বাড়ছে। আমার বিশ্বাস, অধিবেশনে এই বিষয় নিয়ে উদযাপন সেনাবাহিনীর মনোবল বাড়াবে। রিসার্চ, ম্যানুফ্যাকচারিং আরও শক্তি পাবে। যুবশক্তির জন্য উপার্জনের নতুন পথ তৈরি হবে।
  8. অপারেশন সিঁদুরে ভারতের সেনা যে লক্ষ্য স্থির করেছিল, তাতে ১০০ শতাংশ সফল হয়েছে। ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাদের ধ্বংস করে এসেছে। বিহারের একটা জনসভা থেকে আমি বলেছিলাম যে আমাদের সেনা বাহিনী খুব অল্প সময়ে নিজেদের দক্ষতা দেখিয়েছে।
  9. এই বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন হতে চলেছে। এটা রাষ্ট্রের জন্য বিজয় উৎসবের রূপ। রাষ্ট্রের গৌরবের অধিবেশন। প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উড়েছে। এটা প্রত্যেক দেশবাসীর জন্য গৌরবের মুহূর্ত। বিজ্ঞান, উদ্ভাবনের সফল যাত্রা ছিল এটা। লোকসভা, রাজ্যসভাও এই আনন্দ, গৌরবের অংশ হবে।
  10. কৃষিকাজের জন্য অনুকূল পরিবেশ এখন। বিগত ১০ বছরের তুলনায় এবার তিন গুণ বেশি জল জমা করা সম্ভব হয়েছে, যা দেশের জন্য বিশেষ উপকারী হবে।