PM Narendra Modi: ২০১৪-র পর কার্যক্ষমতা বেড়েছে ইডির, নথি হাতে প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi on ED: ইডি-সিবিআই বেছে বেছে বিরোধীদের নিশানা করছে,  দীর্ঘদিনের এই অভিযোগ নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইডি যে সমস্ত দুর্নীতির তদন্ত করছে, তার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে।

PM Narendra Modi: ২০১৪-র পর কার্যক্ষমতা বেড়েছে ইডির, নথি হাতে প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Apr 21, 2024 | 9:53 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নয়, বরং ২০১৪ সালের পর ইডির কার্যক্ষমতা আরও বেড়েছে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ঠিক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে একের পর এক রাজ্যের নেতা-মন্ত্রীরা গ্রেফতার হতেই  বিরোধীরা অভিযোগ তুলেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে সরকার। এবার নথি তুলে ধরে বিরোধীদের সেই অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে ২০১৪ সালের আগে ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ আইনে ১৮০০-রও কম মামলা দায়ের করেছিল। সেখানেই এনডিএ ক্ষমতায় আসার পর ৫০০০-রও বেশি মামলা দায়ের হয়েছে। ২০১৪ সালের আগে যেখানে ইডি মাত্র ৮বার তল্লাশি চালিয়েছিল, সেখানেই ২০১৪ সালের পর ৭০০০-রও বেশি বার তল্লাশি চালিয়েছে ইডি।মোদী বলেন, “এটাই ইডির দক্ষতা বাড়ার প্রমাণ।”

ইডি-সিবিআই বেছে বেছে বিরোধীদের নিশানা করছে,  দীর্ঘদিনের এই অভিযোগ নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইডি যে সমস্ত দুর্নীতির তদন্ত করছে, তার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে।

বিরোধীদের পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, “যদি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কোনও প্রতিষ্ঠান তৈরি করা হয়, তবে সেই প্রতিষ্ঠান কাজ করে কি না, সেই প্রশ্ন করা উচিত নয়। এই প্রশ্নের কোনও অর্থই নেই কারণ ওরা কাজ করছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেন যে সরকারের উচিত তদন্তকারী সংস্থাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তাদের কাজকে প্রভাবিত করা উচিত নয়।