Car Sale in India: মোদী সরকারের আমলে দেশে কত গাড়ি বিক্রি হয়েছে জানেন

এক্সপো ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছেন তিনি। সেখানে বক্তৃতাও করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই বক্তৃতাতেই উঠে এসেছে, গত ১০ বছরে ভারতে গাড়ি শিল্পের বিকাশের চিত্র। ২০১৪ সালের পর থেকে দেশে গাড়ি বিক্রি কতটা বেড়েছে সে হিসাবও দিয়েছেন মোদী।

Car Sale in India: মোদী সরকারের আমলে দেশে কত গাড়ি বিক্রি হয়েছে জানেন
মোদীর আমলে গাড়ি বিক্রির খতিয়ানImage Credit source: TV9 Bangla

Feb 02, 2024 | 7:54 PM

নয়াদিল্লি: ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ চলছে নয়াদিল্লিতে। শুক্রবার সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সপো ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছেন তিনি। সেখানে বক্তৃতাও করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই বক্তৃতাতেই উঠে এসেছে, গত ১০ বছরে ভারতে গাড়ি শিল্পের বিকাশের চিত্র। ২০১৪ সালের পর থেকে দেশে গাড়ি বিক্রি কতটা বেড়েছে সে হিসাবও দিয়েছেন মোদী।

গ্লোবাল এক্সপোতে মোদী জানিয়েছেন, তাঁর আমলে গত ১০ বছরে ভারতে ২১ কোটিরও বেশি গাড়ি বিক্রি হয়েছে। ২০১৪ সালের আগে সংখ্যা ছিল ১২ কোটি। এর পাশাপাশি দেশে ইলেক্ট্রিক ভেহিক্যালের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে মোদী বলেছেন, “২০১৪ সালের আগের ১০ বছরে দেশে গাড়ি বিক্রি হয়েছে ১২ কোটি। কিন্তু ২০১৪ সাল থেকে ২১ কোটিরও বেশি গাড়ির বিক্রি হয়েছে দেশে। ১০ বছর আগে দেশে ইলেক্ট্রিক ভেহিক্যালের বিক্রি ছিল ২০০০। এখন ১২ লক্ষ ইলেক্ট্রিক ভেহিক্যাল বিক্রি হয়েছে। যাত্রীবাহী গাড়ির বিক্রি গত ১০ বছরে ৬০ শতাংশ বেড়েছে।”

এর পাশাপাশি দেশে মধ্যবিত্ত শ্রেণির উত্থান নিয়েও আশার কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এই শ্রেণিকে ‘নিও মিডল ক্লাস’ হিসাবে চিহ্নিত করেছেন তিনি।