PM Narendra Modi: ‘আত্মনির্ভর না হলে সেনা অপারেশন সিঁদুর করতে পারত না’, পাকিস্তানের ঘুম ভাঙালেন মোদী

Operation Sindoor: অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়ে বলেন, "২২ তারিখের পর আমরা সেনাকে খোলাছুট দিয়েছিলাম। লক্ষ্য তারাই নির্ধারণ করুক, সময়ও তারা নির্ধারণ করুক। আমাদের সেনা তা করে দেখিয়েছে।"

PM Narendra Modi: আত্মনির্ভর না হলে সেনা অপারেশন সিঁদুর করতে পারত না, পাকিস্তানের ঘুম ভাঙালেন মোদী
প্রধানমImage Credit source: PTI

|

Aug 15, 2025 | 10:32 AM

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গেল অপারেশন সিঁদুরের জয়গান। লালকেল্লা থেকে দাঁড়িয়ে স্যালুট জানালেন অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের। 

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতীয় সেনার বীর-সাহসী জওয়ানরা শত্রুদের তাদের কল্পনারও অতীত শাস্তি দিয়েছে। পহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা সীমান্তের ওপার থেকে এসে হত্যালীলা চালিয়েছে, ধর্ম জেনে হত্যা করেছে, স্ত্রী-সন্তানদের সামনে হত্যা করেছে, ভারতবাসীর মন ক্রোধে ভরা ছিল। অপারেশন সিঁদুর ওই আক্রোশের প্রকাশ।”

অপারেশন সিঁদুরের বর্ণনা দিয়ে বলেন, “২২ তারিখের পর আমরা সেনাকে খোলাছুট দিয়েছিলাম। লক্ষ্য তারাই নির্ধারণ করুক, সময়ও তারা নির্ধারণ করুক। আমাদের সেনা তা করে দেখিয়েছে। যা বহু দশক মনে থাকবে। শত্রুদের মাটিতে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ঘুম ভেঙেছে। পাকিস্তানে হওয়া ধ্বংসলীলা এতটাই বড় ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে।”

পাকিস্তান যে পরমাণু অস্ত্র নিয়ে হুঙ্কার দিয়ে চলেছে, তার পাল্টা জবাব দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বহু দশক ধরে আমাদের দেশ সন্ত্রাসবাদ সহ্য করেছে। এখন আমরা নিউ নর্মাল তৈরি করেছি। সন্ত্রাসবাদী ও তাদের পোষণ করে যারা, তাদের আলাদা করে দেখব না। এরা সবাই মানবতার শত্রু, এদের মধ্যে কোনও ফারাক নেই। ভারত স্থির করে নিয়েছে যে পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। আগামিদিনেও শত্রুরা যদি এমন কোনও চেষ্টা করে, তবে সেনাই স্থির করবে কখন, কীভাবে জবাব দেওয়া হবে। আমরা পাল্টা জবাব দেব।”

সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। বলেন, “ভারত স্থির করে নিয়েছে, রক্ত ও জল একসঙ্গে বইবে না। সিন্ধুর জলচুক্তি কতটা অন্যায়ের, কতটা একতরফা, তা দেশবাসী জেনেছে। ভারতের জল শত্রুদের ক্ষেতে যাচ্ছে আর ভারতের কৃষক জলকষ্ট পাচ্ছে। কৃষকদের অকল্পনীয় ক্ষতি হয়েছে। ভারতের অধিকারের জল, এই জলে অধিকার শুধু দেশের কৃষকদের। আর সহ্য করা হবে না। কৃষকদের জন্য, রাষ্ট্রের জন্য এই সমঝোতা আমরা মানব না।”

ভারতের আত্মনির্ভরতার উপকার পাওয়া গিয়েছে অপারেশন সিঁদুরে, এ কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “অপারেশন সিঁদুরে আমরা মেড ইন ইন্ডিয়ার কামাল দেখেছি। শত্রুরা বুঝতেও পারেনি কোন অস্ত্র তাদের ধ্বংস করছে। ভাবুন তো, আমরা আত্মনির্ভর না হলে কী এত বড় মাপে অপারেশন সিঁদুর করতে পারতাম? অন্যের উপরে নির্ভরশীল থাকতে হত যে কে, কবে অস্ত্র দেবে। মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই বিনা বাধায় সেনা পরাক্রম দেখিয়েছে। বিগত ১০ বছর ধরে আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছি। তার প্রমাণও মিলেছে।”