PM Narendra Modi: ‘রাষ্ট্রনেতারাও আমার কাছে যোগাসন নিয়ে জানতে চান’, যোগকে উপার্জনের পথ বানানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
International Yoga Day 2024: শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শ্রীনগর: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী জম্মু-কাশ্মীরে গিয়েছেন। শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ দিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন-
- যোগ ও সাধনার ভূমি কাশ্মীরে আসতে পেরে আমি ধন্য। যোগ থেকে যে শক্তি পাওয়া যায়, তা অনুভব করতেই শ্রীনগরে এসেছি আমি। আন্তর্জাতিক যোগ দিবস ১০ বছর পূরণ করেছে। ২০১৪ সালে আমি রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ১৭৭টি দেশ এই প্রস্তাবে সমর্থন করেছিল। এটা রেকর্ড ছিল।
- ২০১৫ সালে দিল্লিতে ৩৫ হাজার মানুষ একসঙ্গে যোগাসন করেছিলেন, যা বিশ্বরেকর্ড। গত বছর আমি রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবসের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আজ গোটা বিশ্বে যোগাসন অভ্যাস করা মানুষের সংখ্যা বাড়ছে। সৌদি আরবে শিক্ষা ব্যবস্থাতেও সামিল করা হয়েছে। জার্মানিতে আজ দেড় কোটির বেশি মানুষ যোগাসন করেন।
- সমস্ত রাষ্ট্রনেতারাই আমার কাছে যোগাসন নিয়ে প্রশ্ন করেন, আগ্রহের সঙ্গে জানতে চান।
- যোগাসন নিয়ে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে। ভারতে ঋষিকেশ, কাশী, কেরল, তেলঙ্গানায় যোগ ট্যুরিজম হচ্ছে। গোটা বিশ্ব থেকে পর্যটকরা আসছেন কারণ ভারতেই সবথেকে ভাল যোগাসন শেখা যায়।
- যোগ সেন্টারের পাশাপাশি যোগ রিট্রিট, রিসর্ট তৈরি হচ্ছে। পার্সোনাল ট্রেনার রাখছেন যোগাসন শিখতে। কোম্পানিগুলিতেও যোগাসন নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে। যোগাসনের জন্য আলাদা পোশাকের ব্যবসা দারুণ চলছে।
- যোগাসন আমাদের শরীর ও মন থেকে শক্তিশালী করে। যোগ আমাদের বর্তমানে বাঁচতে শেখায়।
- যোগাসনের মাধ্যমে আমরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যোগ একটি বিজ্ঞান। আজ সেনাবাহিনী থেকে শুরু করে ক্রীড়ায় যোগাসন সামিল করা হয়েছে। মহাকাশচারীদেরও যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উৎপাদনশীলতা বাড়ে।
- যোগ সমাজে পরিবর্তনের নতুন রাস্তা তৈরি করছে।
- জম্মু-কাশ্মীরে পর্যটনে আমূল পরিবর্তন এসেছে।
-
#WATCH | Prime Minister Narendra Modi leads a Yoga session at Sher-i-Kashmir International Conference Centre (SKICC) in Srinagar on J&K, on International Day of Yoga. pic.twitter.com/PClCj4aUHN
— ANI (@ANI) June 21, 2024
-
As we mark the 10th International Day of Yoga, I urge everyone to make it a part of their daily lives. Yoga fosters strength, good health and wellness. Wonderful to join this year’s programme in Srinagar. https://t.co/oYonWze6QU
— Narendra Modi (@narendramodi) June 21, 2024