PM Narendra Modi: দাম ৬০ হাজার, প্রধানমন্ত্রী মোদীর ঘড়িতে আছে এই বিরল জিনিস! কিনতে পারবেন আপনিও…

PM Narendra Modi's Watch: জহরকোট থেকে শুরু করে পেন কিংবা পাগড়ি, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদী নজর কেড়েছেন। তাঁর পোশাকে থাকে ভারতীয়তার ছোঁয়া, সঙ্গে তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের বিশেষত্বও। এবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘড়ি।

PM Narendra Modi: দাম ৬০ হাজার, প্রধানমন্ত্রী মোদীর ঘড়িতে আছে এই বিরল জিনিস! কিনতে পারবেন আপনিও...

|

Nov 19, 2025 | 4:17 PM

নয়া দিল্লি: শুধু দক্ষ রাজনীতিবিদই নন, প্রধানমন্ত্রীর ফ্যাশন সেন্সও কিন্তু অসাধারণ। জহরকোট থেকে শুরু করে পেন কিংবা পাগড়ি, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদী নজর কেড়েছেন। তাঁর পোশাকে থাকে ভারতীয়তার ছোঁয়া, সঙ্গে তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের বিশেষত্বও। এবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘড়ি। কী বিশেষত্ব এই ঘড়ির জানেন?

প্রধানমন্ত্রীর হাতে নজরে এসেছে একটি বিশেষ ঘড়ি, যেখানে ১৯৪৭ সালের এক টাকার কয়েন বসানো। ৪৩ এমএমের স্টেইনলেস স্টিলের এই ঘড়িটি জাপানি মিয়োটা মুভমেন্টে চলে। এই ঘড়িতে রয়েছে একটি হেঁটে যাওয়া বাঘের ছবিও, যা ভারতের স্বাধীনতা থেকে বর্তমানে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে ফুটিয়ে তুলেছে।

এই ঘড়িটি তৈরি করেছে জয়পুর ওয়াচ কোম্পানি। এর দাম আনুমানিক ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। এই ঘড়ির বিশেষত্ব হল ব্রিটিশ শাসনে থাকা ভারতে শেষ তৈরি করা মুদ্রা ছিল এই এক টাকার কয়েন।

এই ঘড়ি চাইলে আপনিও পড়তে পারেন। সোনালি ও রুপোলি দুই রঙেই পাওয়া যাবে। রোমান ও দেবনগরী হরফে সময়ের সংখ্যা লেখা থাকবে। এই ঘড়িটির ভিতর থেকে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং থাকবে এবং পিছনের অংশ সম্পূর্ণ সি-থ্রু অর্থাৎ এপার-ওপার দেখা যাবে। এই ঘড়ি ওয়াটার রেজিস্টেন্টও।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে একাধিক ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘড়ি পড়তে দেখা গিয়েছে। জয়পুরের ঘড়ি প্রস্তুতকারক কোম্পানির প্রতিষ্ঠাতা গৌরব মেহতা বলেন, স্বদেশি চেতনাকে তুলে ধরার সময় এটা। প্রধানমন্ত্রী মোদী আমাদের তৈরি এই টাইমপিস ঘড়িটি পড়েছেন। বহু বছর ধরে ভারতীয় লাক্সারি পণ্যকে ভ্রান্ত ধারণা বলে মনে করা হত। শীঘ্রই এটা ঐতিহ্য হবে।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন, এড শিরন, রফতারকেও জয়পুর কোম্পানির এই ঘড়ি পড়তে দেখা গিয়েছে।