নয়াদিল্লি: জনসভায় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সভাপতিকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ফোনে খাড়্গেকে শরীরের প্রতি নজর রাখতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন মল্লিকার্জুন খাড়্গে। দলীয় কর্মীরা তাঁকে ধরে চেয়ারে বসান। পরে আবার বক্তৃতা দেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “আমার বয়স এখন ৮৩। এত তাড়াতাড়ি মরব না।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “যতক্ষণ না আমরা মোদীকে সরাচ্ছি, ততক্ষণ আমি বেঁচে থাকব। আমি আপনাদের কথা শুনব এবং আপনার পক্ষে লড়াই করব।”
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোট। রবিবার প্রচারের শেষদিন কাঠুয়ায় জনসভা করেন খাড়্গে। ওই জনসভার পর কাঠুয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় খাড়্গেকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে বলেন, “জনসভায় বক্তব্য রাখার সময় সামান্য অসুস্থতা বোধ করেন কংগ্রেস সভাপতি। মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরীক্ষা করেছে। রক্তচাপ সামান্য কম রয়েছে। তাছাড়া তিনি ঠিক রয়েছেন।”
জনসভায় কংগ্রেস সভাপতির আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর জানতে পারার পরই প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেন। কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। রাজনীতির কারবারিরা বলছেন, মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন প্রধানমন্ত্রী।