Narendra Modi: কন্টেন্ট ক্রিয়েটররা দেশের অর্থনীতিতে নতুন ঢেউ আনবেন: প্রধানমন্ত্রী
মোদী আরও উল্লেখ করেন, WAVES প্রতিটি স্রষ্টার জন্য একটি প্লাটফর্ম। WAVES-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "WAVES হল এক সংস্কৃতি, সৃজনশীলতা এবং সর্বজনীন সংযোগের তরঙ্গ।"

মুম্বই: ওয়ার্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (WAVES) সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুম্বইতে সেই সম্মেলনের উদ্বোধন হয়। বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে এদিন সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও। প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন, দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন কন্টেন্ট ক্রিয়েটররা। আগামিদিনে WAVES অ্যাওয়ার্ড চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এদিন সম্মেলনের শুরুতে বলেন, “আজ ১০০ টিরও বেশি দেশের শিল্পী থেকে বিনিয়োগকারীরা মুম্বইতে এক ছাদের নীচে একত্রিত হয়েছেন। আজ এখানে সারা বিশ্বের প্রতিভা এবং সৃজনশীলতার একটি ইকো-সিস্টেমের ভিত্তি স্থাপিত হচ্ছে। এ যেন সত্যিই এক তরঙ্গ (Wave)।”
মোদী আরও উল্লেখ করেন, WAVES প্রতিটি স্রষ্টার জন্য একটি প্লাটফর্ম। WAVES-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “WAVES হল এক সংস্কৃতি, সৃজনশীলতা এবং সর্বজনীন সংযোগের তরঙ্গ।”
মে দিবসের কথাও এদিন উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “আজ ১ মে। ১১২ বছর আগে, ১৯১৩ সালের ৩ মে, ভারতে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পায়। সেই ছবির প্রযোজক ছিলেন দাদাসাহেব ফালকে। গতকাল ছিল তাঁর জন্মবার্ষিকী। গত শতাব্দীতে, ভারতীয় চলচ্চিত্র দেশকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ WAVES-এর এই প্লাটফর্মে, আমরা ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ভারতীয় সিনেমার অনেক কিংবদন্তীকে স্মরণ করেছি। বিগত বছরগুলিতে, আমি গেমিং জগতের, সঙ্গীত জগতের, চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করেছি।”
সকলের প্রচেষ্টা আগামী বছরগুলিতে WAVES-কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।
কন্টেন্ট ক্রিয়েটররা দেশের অর্থনীতিতে নতুন ঢেউ আনতে পারেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতীয় চলচ্চিত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতীয় চলচ্চিত্র এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে। বর্তমানে ভারতীয় ছবি ১০০টিরও বেশি দেশে মুক্তি পায়। এই কারণেই আজ বিপুল সংখ্যক বিদেশি দর্শক সাবটাইটেল সহ ভারতীয় কন্টেন্ট দেখছেন।
