Narendra Modi: মতুয়া মেলায় ভাষণের আগে বড় মা-র সঙ্গে ছবি শেয়ার, পুরানো স্মৃতি রোমন্থন নমোর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 28, 2022 | 7:40 PM

Narendra Modi: ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ঠাকুরনগর সফরকালে প্রধানমন্ত্রী দেখা করেছিলেন ঠাকুরবাড়ির বড় মা বীণাপাণি ঠাকুরের সঙ্গে। সেই স্মৃতির কথা টুইটারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi: মতুয়া মেলায় ভাষণের আগে বড় মা-র সঙ্গে ছবি শেয়ার, পুরানো স্মৃতি রোমন্থন নমোর
বীণাপানি ঠাকুরের সঙ্গে ছবি টুইটারে শেয়ার করলেন নমো

Follow Us

নয়া দিল্লি ও ঠাকুরনগর : হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের মেলায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন তিনি। ঠাকুরনগরের মেলায় যোগ দেওয়ার আগে তাঁর ২০১৯ সালের ঠাকুরনগর সফরের ছবি শেয়ার করেছেন টুইটারে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ঠাকুরনগর সফরকালে তিনি দেখা করেছিলেন ঠাকুরবাড়ির বড় মা বীণাপাণি ঠাকুরের সঙ্গে। সেই স্মৃতির কথা টুইটারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আমার ঠাকুরনগর যাওয়ার সুযোগ হয়েছিল। এটি ছিল এমন একটি সফর যা আমি কখনোই ভুলব না। বড়ো মা বীণাপানি ঠাকুরের আশীর্বাদ পেয়ে আমি ধন্য হয়েছিলাম।” সেই সঙ্গে আরও একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মঙ্গলবারের সূচির কথা উল্লেখ করে জানিয়েছেন, “আগামিকাল, ২৯ মার্চ বিকেল সাড়ে চারটের সময় মতুয়া ধর্ম মহা মেলা ২০২২-এ ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি৷ আমরা হরিচাঁদ ঠাকুরজির জন্মজয়ন্তীও পালন করব। তিনি তাঁর সমগ্র জীবন সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন।”

প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “হরিচাঁদ ঠাকুর স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার নিপীড়িত ও বঞ্চিত মানুষের উন্নতির জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। ১৮৬০ সালে ওড়াকান্দি (বর্তমানে বাংলাদেশে) থেকে তাঁর সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তীতে তা থেকেই মতুয়া ধর্ম গঠন হয়।” উল্লেখ্য, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই মতুয়া মহামেলা৷

উল্লেখ্য, মতুয়া মহাসংঘের অন্যতম প্রধান মুখ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিককালে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে শান্তনু ঠাকুরের সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। বিশেষ করে বিজেপির রাজ্য কমিটি ও জেলা কমিটিতে মতুয়া সম্প্রদায়ের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নেই বলে বার বার সরব হয়ে এসেছিলেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের হাত ধরে সাম্প্রতিক অতীতে এক ছাতার তলায় আসতে দেখা গিয়েছি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। এবার সেই শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে উপস্থিত থেকে কি কোনও প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

আরও পড়ুন : Kunal Ghosh: ‘তদন্তের কথা সিবিআইকে বলুন, বিধানসভায় নাটক কেন?’ প্রশ্ন কুণালের

Next Article