Kunal Ghosh: ‘তদন্তের কথা সিবিআইকে বলুন, বিধানসভায় নাটক কেন?’ প্রশ্ন কুণালের
Kunal Ghosh: কুণাল ঘোষ বলেন, "আপনারা তো সিবিআই তদন্ত চাইছিলেন। সেটা চলছে। তাহলে আন্দোলন করছেন কেন। তৃণমূল রামপুরহাট ঘটনার নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী নিন্দা করছেন। সিবিআই চেয়েছিলেন, তা হয়েছে। রামপুরহাটে তদন্ত চলছে। তাহলে আপনারা রাস্তায় কেন?"
কলকাতা : বগটুই হত্য়াকাণ্ড (Bagtui Massacre) নিয়ে আলোচনা চেয়েছিলেন বিজেপি বিধায়করা। আর তাই নিয়েই হুলুস্থূল কাণ্ড। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যান বিধায়করা। দুই পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। বিধানসভার অধিবেশন চলাকালীন এই হেন ঘটনায় শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এখন চলছে তৃণমূল – বিজেপির বাকযুদ্ধ। সোমবার বিকেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “এটা পরিকল্পিতভাবে বিজেপি করেছে। ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের দলের প্রবীণ মন্ত্রীরা সব বিবৃতি দিয়েছেন। বিজেপি অধিবেশনের শেষ মুহূর্তে যা ঘটিয়েছে, তার নিন্দা করছি। আপনারা তো সিবিআই তদন্ত চাইছিলেন। সেটা চলছে। তাহলে আন্দোলন করছেন কেন। তৃণমূল রামপুরহাট ঘটনার নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী নিন্দা করছেন। সিবিআই চেয়েছিলেন, তা হয়েছে। রামপুরহাটে তদন্ত চলছে। তাহলে আপনারা রাস্তায় কেন?”
বিজেপির উদ্দেশে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কুণাল ঘোষ আরও বলেন, “তাহলে এখন আপনারা কী চাইছেন? আমি দাবি করছি, বিজেপি সিবিআইকে প্রভাবিত করছে। যার নাম সিবিআই এর এফআইআরে রয়েছে, সেই শুভেন্দু অধিকারী সিবিআই নির্দেশ দিচ্ছেন, কাকে জেরা করতে হবে, কাকে গ্রেফতার করতে হবে। আপনারা তদন্তের কথা বলছেন, সেটা সিবিআইকে বলুন। তাহলে বিধানসভায় নাটক করছেন কেন? কেন রাস্তায় ওইটুকু লোক নিয়ে বিক্ষোভ বা মিছিল করছেন?” তাঁর আরও সংযোজন, “সকাল থেকে বিজেপির পরিকল্পনা ছিল, অধিবেশনে ঝামেলা করবে। আমি সকাল থেকেই বলেছিলাম। বিজেপি যা চেয়েছে, তাই হয়েছে। তাহলে রাস্তায় নেমে সস্তার রাজনীতি করছে কেন?”
কুণাল ঘোষ আরও বলেন, “আমরা তো সাহায্য করছি। মুখ্যমন্ত্রী তো সাহায্য করছেন। তাহলে কিসের আন্দোলন? বিধানসভায় রামপুরহাট আলোচনা করার যে দাবি বিজেপি করছে, তার ব্যাখ্যা আমাদের দলের পরিষদীয় নেতারা দিয়েছেন। মাননীয় স্পিকার দিয়েছেন। কী আলোচনা হবে বিধানসভায়? সবে তো সিবিআই তদন্ত নিয়েছে। কী হবে আলোচনায়? আপনারা কুৎসা করবেন, আমরা বাস্তব সম্মত উত্তর দেব। এটা মানুষ শুনতে চায় না। মানুষ তদন্ত চায়।”
আরও পড়ুন : Biman Banerjee: তৃণমূলের স্পিকার? পদ্ম-বাণের জবাব দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়