নয়া দিল্লি: বছর শেষেও স্বস্তি নেই, ওমিক্রন (Omicron) নিয়ে ক্রমশ উদ্বেগ বেড়েই চলেছে। করোনার নতুন ভ্য়ারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২০০ পার করেছে। মঙ্গলবারই কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ওমিক্রন নিয়ে। এবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-ও। আগামিকাল, ২৩ ডিসেম্বর তিনি একটি পর্যালোচনা বৈঠক করবেন বলে জানা গিয়েছে সরকারি সূত্রে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক(Union Health Ministry)-র পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩-এ। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীর খোঁজ মিলেছে দিল্লি(Delhi)-তে। এদিন নতুন করে ৪ জন আক্রান্তের খোঁজ মেলায়, দিল্লিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। এরপরই রয়েছে মহারাষ্ট্র (Maharashtra), সেখানে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
আক্রান্ত মোট ২১৩ জন রোগীর মধ্যে অধিকাংশই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এদের মধ্যে ৯০ জনই আবার সুস্থ হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অ়ঞ্চলে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই রাজ্যগুলি হল দিল্লি (৫৭) , মহারাষ্ট্র (৫৪), তেলঙ্গনা (২৪), কর্নাটক (১৯), রাজস্থান (১৮), কেরল (১৫), গুজরাট (১৪)। জম্মু-কাশ্মীর (৩), ওড়িশা (২), উত্তর প্রদেশ (২), অন্ধ্র প্রদেশ (১), চণ্ডীগঢ় (১), লাদাখ (১), তামিলনাডু (১) ও পশ্চিমবঙ্গে (১)-ও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।