নয়া দিল্লি: দেশে ফের লাগামহীন করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুইছুই। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বুধবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত সংক্রমণ নিয়ন্ত্রণ ও করোনা টিকাকরণে গতিবৃদ্ধির নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। বিশেষ নজর দেওয়া হবে মহারাষ্ট্র, কেরল সহ যেই পাঁচ রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তার উপর বিশেষ নজর দেওয়া হবে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮,৯০৩ জন। গত ডিসেম্বরের পর এই প্রথম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হল। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। বিগত একদিনেই সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন। আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, কর্নাটক ও গুজরাটই তালিকার শীর্ষে রয়েছে। লকডাউন জারি করা হয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলায়। নাইট কার্ফু জারি করা হয়েছে একাধিক রাজ্যে।
আরও পড়ুন: বন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবেন। দেশে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হলেও সংক্রমণ রুখতে কীভাবে টিকাকরণে গতি আনা যায়, তা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
এর আগে দেশে টিকাকরণ প্রক্রিয়ার সূচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি ও কো-মর্ডিবিটি যুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই দ্বিতীয় দফার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে গত ফেব্রুয়ারি মাস থেকে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে পত্রবোমা কমিশনের, ‘কেন এসব বলছেন নিজেই জানবেন’, লিখলেন সুদীপ জৈন